লন্ডন: মঙ্গলবার, ২৪শে মাঘ ১৪২৩।। অবশেষে যুক্তরাষ্ট্রের সুশীল সমাজের মনের কথা বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ট্রাম্পের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেছে। এক বিবৃতিতে, প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া ওই নির্বাহী আদেশের পক্ষে আবারো আপিল করার বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে। সোমবার দেয়া ট্রাম্প যে মুসলিম দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞার প্রয়োজন আছে বলে ওই বিবৃতিতে তারা বলেছেন।
বিবিসি লিখেছে, ১৫ পৃষ্ঠার একটি বিবৃতি প্রদান করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেখানে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের আইনসম্মত উদ্যোগ। আর এটি মুসলমানদের বিরুদ্ধে দেয়া কোন নিষেধাজ্ঞা নয়। আরো বলা হয়, মূলত যে সাতটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো মুসলিম প্রধান। আর এই দেশগুলোর শরণার্থীদের অবাধ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আগামী মঙ্গলবার ট্রাম্পের এই নির্বাহী আদেশ আবারো আদালতে উঠবে। সেখানে এই নির্বাহী আদেশের পক্ষে রায় দেয়ার বিষয়টি বিবেচনার জন্য বিচার বিভাগের পক্ষ থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়।
বলে রাখা প্রয়োজন, গেল শনিবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ বাতিল করে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এরপর ট্রাম্প এক টুইটে, দেশে কিছু ঘটলে তার দায় এই বিচারক ও বিচার বিভাগকে নিতে হবে বলে মন্তব্য করেন। (খবর বিবিসি’র)
এ বিষয়ে রয়টারের বরাতে ‘ইয়াহু’ প্রকাশ করেছে এই ভিডিও-