আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ
‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর
উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীরমুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩ জানুয়ারি) ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতাব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের এজিএম শুভাশীষচক্রবর্তী। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও গ্রন্থাগার-এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সম্বর্ধনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খ্যতিমান শিক্ষক ও বরেণ্য ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাস -স্মরনে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা অনুষ্টানে বক্তারা বলেন আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের বিকল্প নেই। বাংলার প্রত্যন্ত অঞ্চলে এমন সমৃদ্ধ গ্রন্থাগার শুধু পাঠকের পাঠের চাহিদাই পূরণ করবে না, বইয়ের প্রতি পাঠককে মানসিকভাবে উজ্জীবিত করবে। আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। সবার উচিত এমন সমৃদ্ধ গ্রন্থাগারে এসে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করা। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তাই আজকের সম্বর্ধিত শিক্ষার্থীরা এর মাধ্যমে আরো অনুপাণিত হবে সেই সাথে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে উচ্চ শিক্ষায় আরো মনযোগী হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনারপুর ডিগ্রিকলেজের অধ্যক্ষ তনুজ রায়, ইউসিবি ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার মোহিত ভট্টাচার্য, নবীগঞ্জ গণপাঠাগারের গ্রন্থাগারিক সুভাষ চন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব দেব, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আসাদ ইকবাল সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার মুজিবুর রহমান। সম্বর্ধনা অনুষ্টানে অন্যান্যদের আলোচনায় অংশ নেন কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, কাজলদাশ, পার্থ দাশ, গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ, দীপ দাশ ও শাওন দাশ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪জন ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৭জন সহ মোট ৩১জন শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।