1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত ॥ বিজয়ী কমলগঞ্জ - মুক্তকথা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত ॥ বিজয়ী কমলগঞ্জ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩৬ পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
এনজিও সংগঠন এমসিডা কর্তৃক আয়োজিত ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত আলোয় আলো ফাইনাল খেলায় কমলগঞ্জে মিরতিংগা চা-বাগান যুব ও কিশোর ক্লাব ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শ্রীমঙ্গলের জুলেখানগর চা-বাগান যুব ও কিশোর ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ ও এডুকো বাংলাদেশের ডিরেক্ট্রর প্রোগ্রাম সাপোর্ট নিজাম উদ্দিন।

এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আলোয় আলো প্রকল্প এডুকো এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শরীফুল আলম, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর ও এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম, সাংবাদিক কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান ও সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ।

খেলা পরিচালনা করেন মোঃ এমাদুর রহমান, মোঃ আবুল কাশেম ও মোঃ মিজানুর রহমান। ধারা বিবরনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার কামরুল হাসান দোলন।

আয়োজকরা জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০ টি চা বাগান ও ২টি হাওর পাড়ের মোট ৩২ দল টুনামেন্টে অংশগ্রহণ করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT