1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আশিন্দ্রোন ইউনিয়নে দুর্নীতিকে ‘না’ বলুন - মুক্তকথা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

আশিন্দ্রোন ইউনিয়নে দুর্নীতিকে ‘না’ বলুন

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৩০ পড়া হয়েছে

দুর্নীতিকে ‘না’ বলুন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচিত ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে দুর্নীতিবিরোধী ধারাবাহিত মতবিনিময় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা ৬নং আশিন্দ্রোন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর আয়োজনে ও আশিন্দ্রোন ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় দুপ্রকের পরিচিত, কার্যক্রম ও মতবিনিময়ের বিষয়বস্তু ব্যাখ্যা করেন উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার।

দূর্ণীতিকে না বলুন। ছবি: সৈয়দ

এর আগে মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, হাজী মো: আবু তাহের, মো: মকসুদুর রহমান, মো: মোসাইদ আহমেদ ও নারী সদস্য মোচ্ছা: আমিনা বেগম।

মতবিনিময় সভায় সনাকের ইয়েস সদস্য সংবাদকর্মী মোধ সুমন মিয়া, ইউপি সদস্য মো: জয়নাল মিয়া, মো: হাবিবুর রহমান, মো: আব্দুল মতিন,মো: আব্দুল আলী,লিটন মিয়া, মহিলা ইউপি সদস্য আনোয়ারা খাতুন, জহুরা আক্তার ও সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মতলিবসহ, ইউপি সচিব, উদ্যোক্তা সদস্য, ইউনিয়নের সেবার সাথে জড়িত ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর বলেন, তিনি ৩য় বারের মতো এবারও নির্বাচিত হয়েছেন। তিনি কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, এখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তার ইউনিয়নের বিভিন্ন কর্যক্রম খুবই স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ কাজ করা হয়। তবে তিনি আরো জানান, বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম প্রকল্পে তাদের বিভিন্ন ভাবে কমিশন দিয়ে আনতে হয়। এই ধরণের দুর্নীতি বন্ধ করতে সরকারী ও দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতি আহবাণ জানান।
এছাড়াও দুপ্রকের কাছে তার ইউনিয়নের তিনিসহ সকল প্রতিনিধিদের ইউনিয়নের সেবা নিয়ে একটি গণশুনানি করার অনুরোধ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT