দখলদার ইংরেজদের আমলে তৈরী নিবর্তনমূলক পুলিশ আইনের আমূল পরিবর্তনের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের “অদলীয় সামাজিক রাজনৈতিক মঞ্চ”-এর ৬ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ গত ১৩ আগষ্ট তারিখে লিখিত তাদের বিবৃতিতে দেশের ভেঙ্গেপড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে লিখিতভাবে ছাপিয়ে অন্তর্বর্তীকালীন সরকারসহ দেশের সর্বমহলে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে তারা, ১৮৬১সালে ইংরেজ আমলে তৈরীকৃত নিবর্তনমূলক পুলিশ আইন বহাল রাখাকে আত্মঘাতি উল্লেখ করে এর আমূল পরিবর্তনের মাধ্যমে স্বাধীন দেশের জন্য একটি সাধারণ মানুষের সেবামুখী পুলিশ আইন প্রণয়নের জোর দাবী জানিয়েছেন। বিবৃতির প্রচারপত্রে তারা বলেছেন যে “শুধু পোশাক আর লগো বদল করে পুলিশ বাহিনীকে রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা যাবে না।”
“অদলীয় সামাজিক রাজনৈতিক মঞ্চ”এর নেতৃবৃন্দের প্রচারিত সে বিবৃতিখানাকে পাঠক সাধারণের সুবিধা বিবেচনায় এখানে হুবহু তুলে দেয়া হলো।
‘
‘