প্রনীত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জে লঙ্গুরপার এলাকায় অবস্থিত ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পুড়ানোর কারনে ফসল বিনষ্ট সহ বায়ু দুষনের অভিযোগ করছেন গ্রামবাসী। জানা যায়, কমলগঞ্জ সদর ইউপিসদস্য মোঃ মাহমুদ আলীসহ বাল্লারপাড়, লঙ্গুরপাড়, ভান্ডারীগাঁও, ধলাইরপার, জামিরকোনাসহ ১০টি গ্রামের অর্ধশতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ রোববার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়েছে।
এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভানুগাছ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের পাশের লঙ্গুরপাড় নামক স্থানে অবস্থিত স্কাইব্রিকস ফিল্ডে কাঠ দিয়ে ইট পুড়ানো হয়। কাঠ দিয়ে ইট পুড়ানোর কারনে ভাটার চিমনি দিয়ে বের হয়ে আসা ধুয়ায় এলাকায় কৃষি জমি, আম, জাম, টমেটো, করলা, পেঁপে, লাউসহ রবিশষ্যের ব্যাপক ক্ষতি করছে। বাতাস দুষিত হয়ে কুয়াশার সাথে
বৃষ্টির মতো ছাই ফসলের উপর পড়ছে। ফলে ফসল লাল বর্ণ ধারন করে ফুল ঝড়ে পড়ছে। এছাড়া ইট ভাটার ৫শফুট দুরে লঙ্গুরপার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অর্ধ কিলোমিটার দুরে ভান্ডারীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ধলাইরপার সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ধুয়ায় বায়ু দুষন হওয়ার কারনে প্রাথমিক বিদ্যালয় সমূহে ক্ষুদে শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। লঙ্গুছড়ায় কৃষকদের বোরে আবাদের সুবিধার্থে সরকারী খরচে ২টি সুইসগেইট নির্মান থাকলে ফসল বিনষ্ট হওয়ার কারনে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।