২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অধক্ষ কর্মকর্তাদের অনতি বিলম্বে বরখাস্তের দাবীতে মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকালে ব্যাংকটির মৌলভীবাজার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকটির গ্রাহক জায়েদ আহমদ, নাঈম উদ্দিন চৌধুরী ও ওবায়দুল্লাহ ইমন প্রমুখ। গ্রাহকরা বলেন, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে ও সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
গ্রাহকগণ হুশিয়ারি দিয়ে বলেন, যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও প্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের আয়োজনে শাখা প্রাঙ্গনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।