1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইসলামী স্টেটের সাথে যোগ দেয়া শামিমা এখও বৃটেনের জন্য হুমকি - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

ইসলামী স্টেটের সাথে যোগ দেয়া শামিমা এখও বৃটেনের জন্য হুমকি

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ১৪১৮ পড়া হয়েছে

 

মুক্তকথা সংগ্রহ॥ বাঙ্গালী কন্যা শামিমা বেগম এখনও যুক্তরাজ্যের জন্য নিরাপত্তা হুমকি। বৃটেনের এমআই৫ তাই মনে করে। এমআই৫ আরো মনে করে শামিমা বেগম যখন আইএসআই’এর সাথে সিরিয়ায় যোগ দিতে দেশ ছেড়ে পালান তখন তিনি ছিলেন স্কুল পড়ুয়া। ফলে তিনি যুক্তরাজ্যের নাগরীকত্ব থেকে বঞ্চিত থাকবেন। এমন মন্তব্য করেছে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত। আদালতের এ বক্তব্যকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদপত্র ‘দি গার্ডিয়ান’।

গত সোমবার বৃটেনের এমআই৫ এর এই জরীপ আদালতে পড়ে শুনানো হয়। এমআই৫ মনে করে যারা ওই সময় আইএসআইএস’এর সাথে যোগ দিতে দেশ ছেড়ে পালিয়েছিলেন, দেশে তাদের ফিরে আসা দেশের জন্য ভয়ঙ্কর এক হুমকি! বিশেষ করে শামিমা বেগমদের মত কন্যারা যারা ওখানে গিয়ে বৃটিশ নাগরীকত্ব স্বেচ্ছায় ত্যাগ করেছে এবং নিষ্ঠুরতাকে গ্রহনযোগ্য সুন্দর কাজ বলে আত্বস্তঃ করেছে তারা আইএসআইএস’এর সাথে একেবারে মিশে গেছে। দু’দিনের শুনানিতে গত সোমবার শামিমা বেগমের নাগরীকত্ব ফিরিয়ে দেয়ার প্রশ্ন আদালতে উঠলে আদােলত তা প্রত্যাখ্যান করেন এবং শামিমার বৃটেনে আসার নিষেধাজ্ঞাও বহাল রাখেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT