1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা - মুক্তকথা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২০০ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১১টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর খুশালপুরস্থ গ্রামের বাড়িতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলার শাখার আয়োজন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন টিটু, পৌর যুবদলের সাবেক আহবায়ক ও পৌর কমিশনার সৈয়দ জামাল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দীন রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জমির আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক জাফর সাদেক জামী প্রমুখ। সভায় বিএনপির দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দল পরিচালনায় সকল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয় এবং অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সকল ধরনের জাতীয় ও দলীয় কর্মসুচী পালনের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় যেকোন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনে সকলের প্রতি আহবান জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT