করোনাকালীন সংকটে স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাকের অনলাইন ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠিত
সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল এর আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অংশগ্রহণে করোনাকালীন সংকটে স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা নিয়ে অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধায় ৭টায় সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
টিআইবি’ শ্রীমঙ্গল এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী’র স ালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শাহ আরিফ আলি নাসিম। উক্ত মতবিনিময় সভায়
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য আবু সিদ্দিক মো. মুসা, মেডিক্যাল অফিসার ও সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল এর আরএমও ডা. আবু নাহিদ, সনাক সহ সভাপতি জলি পাল, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, স্বজন আহ্বায়ক দেলোয়ার হোসেন মামুন এবং ইয়েস গ্রুপের সদস্যগণ।
করোনাকালীন স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা এবং সিদ্ধান্ত হয়। আলোচনাগুলোর মধ্যে ছিলো সিটিজেন চার্টার হালনাগাদ প্রসঙ্গ, মনিটরিং বোর্ড হালনাগাদ প্রসঙ্গ, হেল্প ডেস্ক এর স্থান পরিস্কার পরিছন্ন রাখা প্রসঙ্গ, হাসপাতাল থেকে দালাল চক্র দূরীকরণ প্রসঙ্গে কর্তৃপক্ষের উদ্যোগ, বেড/কেবিন পেতে/ ইনজেকশন পুশ করতে/ড্রেসিং করতে অবৈধ লেনদেন যাতে না হয় এর জন্য মনিটরিং ব্যবস্থা বৃদ্ধিকরণ প্রসঙ্গ, ব্রেস্টফিডিং কর্ণার নিয়মিত খোলা প্রসঙ্গে, হাসপাতালের টয়লেটগুলো নিয়মিত পরিস্কার পরিছন্ন রাখা প্রসঙ্গ, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি প্রসঙ্গে, অভিযোগ বক্সে পাওয়া বিভিন্ন অভিযোগ সম্পর্কে আলোচনা ও ব্যবস্থা গ্রহণ জেন্ডার সংক্রান্ত/ নারী ও কিশোরী সেবার তথ্যবোর্ড হালনাগাদ ও স্থাপন ইত্যাদি।
নির্ধারিত আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রতিটি বিষয় এবং সনাক শ্রীমঙ্গলের পর্যবেক্ষণগুলো নোট আকারে নেন এবং যে বিষয়গুলোর সমাধান দ্রুত করা সম্ভব সেগুলো তিনি প্রতিশ্রুতি দেন আগামী দুই মাসের মধ্যেই কম্পন্ন করা হবে। তিনি বলেন হাসপাতালে এখনও আর দালালচক্র নেই। তবে মাঝে মধ্যে একজনকে ক্যাপ্সাস এর ভিতরে দেখা যায় বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন উনার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। হাসপাতাল থেকে দালালচক্র নির্মূল করার জন্য স্থানীয় এমপি মহোদয়ের সহযোগিতায় সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন শুধু ক্যাম্পাসের ভিতরে বাব বাইরে না বরং ভিতরেও যাতে কোন প্রকার দুর্নীতি এবং অবৈধ লেনদেন না হয় সেদিকে বিশেষ মনিটরিং ব্যবস্থা চলমান রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। |