জুড়ির সাফারি পার্ক প্রকল্প বাতিল
জেষ্ঠ্য প্রতিবেদক
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া এবং বর্তমান অন্তরবর্তী সরকারের দ্বারা বাতিল প্রকল্পের মধ্যে মৌলভীবাজারের লাঠিটিলা বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নামের প্রকল্পটি বাতিল করা হয়েছে।
গত সোমবার(২৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) ৫ম সভায় প্রকল্পটি বাতিল করা হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, মৌলবীবাজারের জুড়ীতে অবস্থিত লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিগত অক্টোবরে(৩অক্টোবর) সংবাদমাধ্যমে এ খবরও প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে ওই সময় পরিকল্পনা কমিশনে চিঠি পাঠানো হয়েছিল বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এখন প্রকল্পটি বাতিল করা হলো। সামনে এমন প্রকল্প আরও বাতিল করা হবে।
পরিকল্পনা কমিশন জানায়, মৌলভীবাজারের লাঠিটিলা বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শীর্ষক প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন। পরিবেশ মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটি গত বছরের নভেম্বরে একনেকে অনুমোদন দেওয়া হয়।
যদিও লাঠিটিলা বনটি সংরক্ষিত হওয়ায় সেখানে সাফারি পার্ক স্থাপনের বিরোধিতা করেছিলেন পরিবেশবাদীরা। কিন্তু তাদের আপত্তি উপেক্ষা করে সাফারি পার্ক স্থাপনের জন্য নেওয়া প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছিল। বনের মধ্যে এ ধরনের সাফারি পার্ক নির্মিত হলে তা হবে প্রকৃতি ও পরিবেশের জন্য আত্মঘাতী প্রকল্প।
লাঠিটিলা বনের ৫ হাজার ৬৩১ একর জায়গায় প্রকল্পটি বাস্তবায়নে সম্পূর্ণ সরকারি অর্থায়নে খরচ ধরা হয় ৩৬৪ কোটি ১১ লাখ টাকা।
মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা এবং হত্যার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ
বিএসএফ কর্তৃক চা শ্রমিক হত্যারও প্রতিবাদ
রাজনৈতিক প্রতিবেদক
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করা এবং বড়লেখা সীমান্তে বিএসএফ কর্তৃক সমনবাগ চা শ্রমিক বাগানের গোপাল বাগতি হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার দূপুর ১২ ঘটিকার সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং জেলা সদস্য এডভোকেট আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনতোষ দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর, আলশামস ছিলো তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারে না। যার ফলে গত কয়েকদিন আগে কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীরপ্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে তাঁকে এলাকা ছাড়া করেছে। কোনও ব্যক্তির ওপর যদি কোন অভিযোগ থাকে তা নিশ্চয়ই আইনের শাসনের মধ্যে নিশ্চিত হতে হবে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই লাঞ্ছিতকারীদের মধ্য থেকে ৫ জনকে আটক করা হয়েছে, মুক্তিযোদ্ধার ওপর এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে। এটা কি আইনের লঙ্ঘন নয়? সীমান্তে আর কত প্রাণ ঝরবে, বিএসএফ কর্তৃক সকল হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে একটা মবের কালচার তৈরি হয়েছে, চোরের অপবাদ দিয়ে মানুষ মারাটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। সিলেটের গোয়াইনঘাটে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে চুন, ব্যাটারির এসিড পানিতে মিশিয়ে এক যুবক ও শিশুকে পান করিয়ে যুবককে হত্যা করা হয়েছে এবং শিশুটিও মৃত্যুপথযাত্রী। এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা দরকার। একই সাথে বড়দিনের অনুষ্ঠানের দিন ত্রিপুরা জনগোষ্ঠীর বাড়ি পুড়িয়ে ফেলারও সুষ্ঠু বিচার করতে হবে।
কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ লক্ষ টাকার প্রাইজমানি উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ভানুগাছ রেলওয়ে মাঠে ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্ট এর সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরমান হোসেন দুলালের সভাপতিত্বে ও মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জু, বিএনপি নেতা মো: আবুল হোসেন, সমাজসেবক সফিকুল ইসলাম সুফি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল হোসেন ও ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমদ প্রমুখ। মাসব্যাপি খেলায় মোট ১৬টি দল আংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় ক্রিকেট প্লেয়ার্স, আদমপুর-কে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাব, কমলগঞ্জ ৩৮ রানে জয়লাভ করে। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ক্রীড়ামোদী সহস্রাধিক দর্শক উপভোগ করেন।
ইউএনও জয়নাল আবেদীন অন্যত্র বদলী
এ উপলক্ষে বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে জয়নাল আবেদীন এর অন্যত্র বদলী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা স্কাউটস, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।