শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন তিন মাসের স্থগিতের আদেশ ও রুল ইস্যু করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
রীট অাবেদনকারী ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন বুধবার জানান, তিনি হাই কোর্টের ওই বেঞ্চে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রীট পিটিশন নং-১৪০৩৭ দায়ের করলে বিচারপতিদ্বয় তিন মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে কেন ব্যবসায়ী সমিতির নির্বাচন অবৈধ হবে না মর্মে জন্য রুল ইস্যু করেন।
![]() |
জবাব প্রদানের জন্য রুল ইস্যু করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী কর্মকতা শ্রীমঙ্গল, অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম বরাবরে।
উল্লেখ্য, গত ১০ আগষ্ট রীটকারী নির্বাচন স্থগিত চেয়ে গঠিত বিতর্কিত নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন। কিন্তু গত ২১ আগষ্ট এ আবেদন খারিজ হলে তিনি বিক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্বাচন কমিশন গঠনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রীট পিটিশন দায়ের করলে উল্লেখিত আদেশ প্রদান করেন হাইকোর্ট।
এ ব্যাপারে রীটকারী মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সর্বশেষ ২০১৭ সালে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছিল, যা ছিল তিন বছর মেয়াদী। কিন্তু ফ্যাসিস্ট আমলের সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের প্রত্যক্ষ মদদে এই পরিষদ অতিরিক্ত ৫ বছর পার হয়ে গেলেও কোন নির্বাচন আয়োজন করেননি।
সিলেট-আখাউড়া রেলপথের বালিগাঁও এলাকায়:
লোহার খুঁটি দিয়ে যান চলাচলের সড়কটি বন্ধ করলো রেলবিভাগ
এলাকাবাসীর মানববন্ধন
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকায় ৫৩ বছর ধরে ৫টি গ্রামের মানুষজনের চলাচলকৃত সড়কটি দুই পাশে লোহার স্লিপার দিয়ে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিভাগ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার গ্রামবাসী। এ সড়কটি ব্যবহার করেই মানুষজন উপজেলা সদরে নিয়মিত আসা যাওয়া করতেন। সড়কটি বন্ধ করায় চরম বিপাকে পড়েছেন তারা। সড়কটি খুলে দেয়ার দাবীতে শতাধিক গ্রামবাসী শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন বালিগাঁও এলাকায় মানববন্ধন করেছেন।
স্থানীয় গ্রামবাসী জানান, স্বাধীনতার পর থেকেই কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা, রাজটিলা,বালিগাঁওসহ ৫ টি গ্রামের মানুষ সিলেট টু আখাউড়া রেলপথ ক্রসিং এর সড়কটি ব্যবহার কওে আসছেন। শ্রীমঙ্গল টু কমলগঞ্জ প্রধান সড়কে রাস্তাটি সংযোগ রয়েছে। উপজেলা সদরে সহজেই আসা যাওয়া করা যায় সড়কটি দিয়ে। রেলওয়ে বিভাগের কাছে স্থানীয়রা দীর্ঘ দিন ধরে এখানে গেইটম্যান দেয়ার দাবী জানিয়ে আসছেন। রেলক্রসিং এর পাশেই এখানে গরমশাহ মাজার, একটি মসজিদ রয়েছে। সরকারী রাস্তটি পাকাকরণ করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি শত শত মানুষ সিএনজি, মোটর সাইকেল, টমটম দিয়ে আসা যাওয়া করেন। কিন্তু হঠাৎ করে গত তিনদিন আগে গ্রামবাসী সকালে দেখতে পান রেলপথের দুই পাশে ৫টি করে ১০ টি লোহার স্লিপারের খুঁটি স্থাপন করে সড়কটি বন্ধ করে রাখা হয়েছে। সড়কটি বন্ধ করায় বিপাকে পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী। রেলপথের পূর্ব পাশে গ্রামের কবর স্থান রয়েছে। লাশ বহন করা কঠিন হয়ে পড়বে। বর্তমানে গ্রামের লোকজন বিকল্প পথে প্রায় ৫ কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে সিএনজি বা টমটমে ভানুগাছসহ উপজেলা সদরে যাতায়াত করছেন।
![]() |
এ বিষয়ে স্থানীয়রা ভানুগাছ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলেন, উচ্চ মহলে যোগাযোগ করতে। গত ৩ দিন ধরে সড়কটি বন্ধ রয়েছে। স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা পায়ে হেঁটে আসা যাওয়া করছেন। চরম দুভোর্গে পড়া গ্রামবাসী সড়কটি খুলে দেয়ার দাবীতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন। বালিগাঁও-বাঘমারা- রাজটিলা গ্রামবাসীর ব্যানারে বালিগাঁহ শাহী ইদগাহ সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, এ সড়কটি বহু বছর ধরে ব্যবহার করছেন স্থানীয়রা। সরকারও রাস্তাটি পাকাকরণ করেছে। আর এখানে রেলক্রসিং হলেও কোন দুঘর্টনা ঘটেনি। আমরা বহুবার রেলওযে বিভাগকে বলেছি এখানে গেইটম্যান দেয়ার জন্য। হঠাৎ করে কোন উদ্দেশ্যে এ রাস্তাটি বন্ধ করা হলো। অবিলম্বে রাস্তাটি খুলে দেয়ার জন্য স্খানীয় প্রশাসন ও রেলওয়ে কতৃর্পক্ষের কাছে আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভানুগাছ পৌর বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু বাঘমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, মাওলানা আনোয়ার হোসেন, সমাজসেবক নোমান আহমদ প্রমুখ।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের প্রকোশলী (কার্য) কুলাউড়ার মো: জাকির হোসেন খান বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক টেন্ডারের মাধ্যমে যাত্রীদের স্বার্থে মাইজগাও হতে আখাউড়া পর্যন্ত অবৈধ রেলক্রসিং বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছেন, আমি রেল বিভাগের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।
সংগ্রাম পরিষদের কাদিপুর ইউনিয়ন কমিটি গঠন
সভাপতি রুস্তম আলী ও সাধারণ সম্পাদক রুমন আহমেদ
গত ৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার রাত ৮টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কমিটি গঠনের লক্ষ্যে কাদিপুর ইউনিয়নের বাদে মনসুরে এক সভা অনুষ্ঠিত হয়।
![]() |
মো. রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য আবু জাফর, মৌলভীবাজার জেলা সংগঠক অ্যাডভোকেট আবুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মো. রুস্তম আলীকে সভাপতি ও রুকন আহমেদকে সাধারণ সম্পাদক করে সংগ্রাম পরিষদের কাদিপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন, সহসভাপতি সত্যেন্দ্র মল্লিক ও আতিকুর রহমান মিঠু, খলিলুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বপন মালাকার, দপ্তর সম্পাদক শাহীন আলম, অর্থ সম্পাদক ফরমুজ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম, সদস্য খোকন মিয়া, আলী হোসেন, হৃদয় আহমেদ, সুমন দাস, হারুন মিয়া।