সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
![]() |
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মাহফুজ, কমলগঞ্জ থানার নবাগত ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলঅ জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার শোকরানা নান্না, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও: ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক পুষ্প কুমার কানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাংবাদিক নির্মল সিংহ পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আলী রাজন ভূঁইয়া, পূজা ফ্রন্টের সদস্য সজল কৈরী, প্রত্যুষ সিংহ, পূজা মন্ডপ কমিটির প্রতিনিধি অপূর্ব নারায়ণ প্রমুখ।
সভায় কমলগঞ্জ উপজেলায় এবছর ১৪২ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৫৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৪২টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জিআর চাল এর ডিও বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়।
“বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস” উপলক্ষে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন এর আয়োজনে শ্রীমঙ্গল সরকারি কলেজ অডিটোরিয়ামে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সুধী জনের আলোচনা এবং শুমারী কর্মসূচী ‘Rise Against Suicide-Vol-2’ শীর্ষক একটি সচেতনতা মূলক কনসার্ট এর আয়োজন করা হয়।
![]() |
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফি উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাফিজুর রহমান চৌধুরী তুহিন প্রমূখ।
‘অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন’ শ্রীমঙ্গল মুলতঃ আত্মহত্যা প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ইতোমধ্যে ‘Rise Against Suicide-Vol-2’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে মৌলভীবাজার জেলা ব্যাপী শুমারী কার্যক্রম শুরু করেছে।
অধ্যায় মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর একটি জরিপ পরিচালনা করছে। এই জরিপের মূল বিষয় ছাত্র-ছাত্রীরা কোন ধরনের মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তা নির্নয় করা।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে সচেতনতামুলক প্রচারাভিযান করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার স্কুল এন্ড কলেজের দশম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জের পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার। বেলা সিলেট অফিসের স্টাফ সাফায়েতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনউষার ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোয়াবুর রহমান তবারক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিয়নের সভাপতি ও বেলা নেটওয়ার্ক মেম্বার নূরুল মোহাইমীন মিল্টন, শিক্ষক জমসেদ আলী, সুহিত দেবরায়, সাংবাদিক জয়নাল আবেদীন, স্থানীয় সমাজকর্মী আনোয়ার খান প্রমুখ।
![]() |
সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সামনে ভিডিও চিত্র তুলে ধরা হয়। বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর এগুলো খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে। আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।
সভার সভাপতি অধ্যক্ষ ফয়েজ আহমদ বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এই প্রচারাভিযান শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হবে। আমাদের প্লাস্টিক ও পলিথিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং সবাইকে এবিষয়ে উৎসাহিত করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।
১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে আজ ১৮ সেপ্টেম্বর’২৫ বৃহস্পতিবার চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারি কলেজ শাখার অধিকার আদায়ে ‘গানের মিছিল’ করে শিক্ষা দিবসের শহীদদের স্মরণ করা হয়। দূপুর ১২:৩০টায় কলেজ শাখার আহ্বায়ক হিরণ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য রাজিব সূত্রধরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য সচিব অম্লান কান্তি ধর অর্ণব, সদস্য লাদেন আহমেদ প্রমুখ। কলেজ ক্যাম্পাস থেকে ‘মুক্তির মন্দির সোপান তলে’ গান গেয়ে কলেজ শহীদ মিনারে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
![]() |
‘সবার জন্য শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা’, ‘শিক্ষক-ক্লাসরুম সংকট নিরসন করা’, ‘এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন করা’ সহ বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে গানের মিছিল করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারি কলেজের সদস্যরা।
শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজে আনন্দঘন, পবিত্র ও মহৎ উদ্যোগের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্থাপিত সততা স্টোর ও কলেজের বাস্কেটবল কোর্টের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান মালার। অনুষ্ঠান মালায় ছিল শপথ গ্রহণ, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ইত্যাদি।
ডিসপ্লে গ্রাউন্ডে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতকা উত্তোলন পর শিক্ষার্থীসহ উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন।
নটর ডেম স্কুল এন্ড কলেজের শিক্ষক বিজয় ভট্টাচার্য ও শার্লিন বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি।
![]() |
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সহ-সভাপতি এএনএম ওয়াহিদুজ্জামান, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সদস্য মোঃ কাওছার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠনের ছাত্র পরিচালক ফাদার বিকাশ কুজুর সিএসসি।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনার সভার পর প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে প্রথমে একাডেমি ভবনের তৃতীয় তলায় স্থাপিত “সততা স্টোর” শুভ উদ্বোধন করেন। এরপর ডিসপ্লে গ্রাউন্ডে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে বাস্কেটবল কোর্টের শুভ উদ্বোধন করা হয়।
সততা ষ্টোর স্থাপনের মূল লক্ষ্য, শিক্ষার্থীদের মাঝে আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস ও সততার বীজ বপন করা।