মৌলভীবাজার সদর উপজেলায় ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সন্মেলন করেছেন ৩ চেয়ারম্যান ও ২ সাধারণ সদস্য পার্থী।
মঙ্গলবার দুপুর ২টায় মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রর্থী তাহেরুল ইসলাম ভ্রমর, ছাদিকুর রহমান, আসলাম মিয়া, ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হাবিবুর রহমান খান, ৬ নং ওয়ার্ডের জুনেদ আহমদ।
লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২৬ ডিসেম্বর চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ হয়। ভোটের দিন সরকার দলীয় নৌকা প্রতিকের প্রার্থী আকতার উদ্দিন আহমদ প্রভাব বিস্তার করে অন্যান্য প্রার্থীর এজেন্টদের বের করে দেয়। এ ছাড়া ভোট গণনার কক্ষে অন্য প্রার্থীর এজেন্টদের রাখা হয়নি। কয়েকটি কেন্দ্রে ভোট গণনা না করে জালিয়াতির উদ্দ্যেশে সরকার দলীয় প্রর্থীর সমর্থকদের প্ররোচনায় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ব্যালট বাক্স উপজেলায় নিয়ে যাওয়া হয়। এতে অন্য প্রার্থীর সমর্থকরা বাঁধা দিলে আকতার উদ্দিন আহমদ এর সমর্থকরা চড়াও হয়, পরিস্থিতি শান্ত করার নামে পুলিশ অন্য প্রার্থীর সমর্থকদের লাঠিচার্জ করে ও রাবার বুলেট ছুঁড়ে।
এক পর্যায়ে অনিয়ম, দুর্নীতি ও কারচুপির মাধ্যমে সরকার দলীয় প্রর্থী আকতার উদ্দিন আহমদ’কে বিজয়ী ঘোষনা করা হয়। লিখিত বক্তব্যে তারা আরো বলেন নৌকার প্রার্থী প্রশাসনের সাথে হাতমিলিয়ে নিজেকে বিজয়ী করে। বিষয়টি জনগণ মেনে নিতে পারছে না।