1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একদিকে ‘নিঙোল চাকৌবা’ অন্যদিকে সাপের এন্টিভেনম রোগী পায়না - মুক্তকথা
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

একদিকে ‘নিঙোল চাকৌবা’ অন্যদিকে সাপের এন্টিভেনম রোগী পায়না

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২ পড়া হয়েছে

ভাইয়ের বাড়ীতে বোনদের ভোজের উৎসব
‘নিঙোল চাকৌবা’ পালিত


‘নিঙোল চাকৌবা’ মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভোজের আমন্ত্রণই এ উৎসব। মূলত ভাইফোঁটার সময় মণিপুরিদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়।

গেলো বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ উৎসব পালন করে মৈতৈ মণিপুরি সম্প্রদায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস।

অনুষ্টানের অওয়াতোবম সমরেন্দ্র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ, আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ।

উৎসবের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, আমাদের মধ্যে যে সর্ম্পক আছে সেটা খুবই সুন্দর। আমরা একে উপরের প্রতি খুবই আন্তরিক। সবাই এভাবে যেন সকলের পাশে থাকি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে।

অনুষ্ঠানে শতাধিক ভাইবোন’কে ভূরিভোজ করানো ও উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

‘নিঙোল চাকৌবা’ অর্থ ‘ভাই কর্তৃক বোন’ কে ভূরিভোজের আমন্ত্রণ জানানো। প্রতি বছর কার্তিক মাসে এটি হয়। এটি মণিপুরিদের ঐতিহ্যবাহী উৎসব। ভারতের মণিপুর রাজ্য ও বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত অঞ্চলে এ উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়ে আসছে। ভাইয়েরা তাঁদের বোনদের ভূরিভোজের আমন্ত্রণ জানান। খাওয়া-দাওয়ার পর তাঁরা বোনদের নানা উপহার দিয়ে আশীর্বাদ করেন।
নোট: ছবি সংযুক্ত।


সাপে কাটলো চা শ্রমিককে,
অ্যান্টি ভেনম থাকলেও
দেয়নি হাসপাতাল!


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে বিষধর গ্রিন পিট ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন মাধবী মির্ধা (২৫) নামে এক নারী চা শ্রমিক।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাধবী মির্ধা বাগানে চা পাতা তুলছিলেন। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সহকর্মীরা দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বজনরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টা ধরে তাকে বসিয়ে রাখা হয়। রক্ত পরীক্ষার অজুহাতে মূল্যবান সময় নষ্ট করা হয়। এরপরও সাপে কামড়ের প্রতিষেধক (অ্যান্টি ভেনম) না দিয়ে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

সাপে কাটা রোগী চা-শ্রমিক মাধবী মির্ধা(২৫)। হাসপাতাল তাকে ‘এন্টিভেনম’ ঔষধ দেয় নি। কারণ অজ্ঞাত!

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে অ্যান্টি ভেনম থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি। এক ঘণ্টা বসিয়ে রাখার পর রেফার্ড করা হয়েছে। তাদের প্রশ্ন- যদি চিকিৎসা করতেই না চান, তবে এত সময় নষ্ট করলেন কেন?
স্থানীয় কয়েকজনও ক্ষোভ প্রকাশ করে বলেন, কমলগঞ্জ হাসপাতালের ডাক্তাররা রোগী এলে চিকিৎসা না দিয়ে জেলা সদরে রেফার্ড করেন। মাস শেষে শুধু বেতন নেন- এটাই এখন নিয়মে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এ সময় তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ছিলেন। তিনি জানান, ‘হাসপাতালে সাপের অ্যান্টি ভেনম রয়েছে। তবে চিকিৎসা প্রক্রিয়া কিছুটা জটিল হওয়ায় সময় লাগে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, কোনো কনসালট্যান্ট উপস্থিত না থাকায় তারা অ্যান্টি ভেনম প্রয়োগ করেননি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি অবগত আছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT