শ্রীমঙ্গল, মৌলভীবাজার ১৪ জানুয়ারী ২০২২
রাত পোহালেই পৌষসংক্রান্তি উৎসব। সংক্রান্তি ঘিরে চায়ের দেশ শ্রীমঙ্গলে চিরাচরিত নিয়মে জমে উঠেছে মাছের মেলা। সংক্রান্তি উৎসবকে সামনে রেখে শ্রীমঙ্গল নতুন বাজারে মাছের উৎসব শুরু হয়েছে। আজ এই বাজারে সবচেয়ে বড় মাছটির দাম হাঁকা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) সংক্রান্তি ঘিরে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে ব্যবসায়ীরা নানা প্রজাতির মাছ দিয়ে পসরা সাজিয়েছেন। মেলায় দুটি বাঘাইর মাছই সবচেয়ে বড়। বড় বাঘাইর মাছটির ওজন ৭৫ কেজি এবং ছোটটির ওজন ৪৫ কেজি বলে জানান, মাছ বিক্রেতা হাফিজ আহমেদ।
মাছ বিক্রেতা শ্রীমঙ্গল হাফিজ আহমেদ ও তার ভাই মনসুর আলী বলেন, বড় বাঘাইর মাছের ওজন ৭৫ কেজি। বিশালাকৃতির এ মাছটির দাম হাঁকা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা এবং ৪৫ কেজি ওজনের ছোটটির দাম ১ লক্ষ ২০ হাজার টাকা। বড় মাছটির দাম উঠেছে ৭৫ হাজার টাকা বলে জানান বিক্রেতা।
এছাড়াও মাছ মেলা উপলক্ষে চাহিদার বিষয়টি বিবচনায় রেখে মাছ বিক্রেতারা বাজারে বড় বড় আকারের রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতলসহ নানা জাতের মাছ নিয়ে পসরা সাজিয়েছেন।তবে ভালো দাম পাওয়া নিয়ে তাদের শংকা রয়েছে বলে জানান।
ক্রেতারা জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর জুড়েও চোখে পড়ে না। তবে, গত বছরের তুলনায় এবার মেলায় মাছ কিছুটা কম উঠেছে বলে জানান একজন ক্রেতা।