1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এক কেজি আমের দাম পৌনে তিন লাখ টাকা! আর এইগাছ পাহারায় থাকে সশস্ত্র রক্ষী - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

এক কেজি আমের দাম পৌনে তিন লাখ টাকা! আর এইগাছ পাহারায় থাকে সশস্ত্র রক্ষী

বিশেষ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১০৭২ পড়া হয়েছে

হাত নয়, এই আমের দাম শুনলেই পুরো শরীরই পুড়ে যাবে আম-মানুষের। এই আমের নাম মিয়াজাকি। জাপানের প্রজাতি। এর একটি আমের ওজন ৩৫০ গ্রামের কম নয়। দু’টি আমের একটি বাক্সের দাম পড়তে পারে ৩লক্ষ টাকা। বিশেষজ্ঞদের বিচারে বিশ্বের সবচেয়ে দামি আম এই মিয়াকাজিই। ১৯৭০-৮০ সালের মাঝামাঝি জাপানে মিয়াকাজির ফলন শুরু হয়েছিল। সাধারণতঃ দাবী উপহার হিসেবে দেয়া হয় এই আম। টকটকে লাল রং, তাতে হালকা বেগুনি আভা। মিয়াজাকির তুলনা টানা হয় দামি পাথর চুনির সঙ্গে। জাপানে এই আমকে আদর করে ডাকা হয় ‘তাইও-নো-তোমাগো’ মানে ‘সূর্য কিরণের ডিম’। আর এমন খবরটি আজ সোমবার ২১জুন ২০২১সাল প্রকাশ করেছে শীর্ষখ্যাতির পত্রিকা আনন্দবাজার।
ভারতের মধ্যপ্রদেশের এক দম্পতির বাগানে মিয়াজাকি গাছ রয়েছে। তবে এই গাছ দু’টিই এখন তাদের সকল চিন্তার কারণ হয়ে উঠেছে। গাছ থেকে যাতে কেউ আম চুরি করতে না পারে, তার জন্য রক্ষী রেখেছেন। চার চারজন সশস্ত্র পাহারাদার এবং ছ’টি কুকুর দিনরাত পাহারা দেয় ওই আমগাছ। সূত্র: আনন্দবাজার থেকে সংগৃহীত

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT