মৌলভীবাজার, ২৮ জুন ২০২২ইং
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পড়িয়ে নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ হয়েছে মৌলভীবাজারে। এসব ঘটনায় জড়িতের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে মৌলভীবাজারের প্রগতিশীল কয়েকটি সংগঠন। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি জহর লাল দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক ফোরামের নেতা দিলীপ দেবনাথ, সংস্কৃতিকর্মী মীর ইউসুফ আলী, নির্বেন্দু নির্ধুত তপু, লক্ষণ অধিকারী, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, প্রশান্ত কৈরী, রাজীব সুত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাশ।
এসময় বক্তারা বলেন, একজন ছাত্র কর্তৃক শিক্ষককে হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনার আড়ালে কারো মদদ আছে কি না সেটি খতিয়ে দেখতে হবে। এছাড়া নড়াইলে পুলিশের সামনে শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।