1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এখানে হত্যা ও গুমের হুমকি তো ওখানে ২জনের মৃত্যু - মুক্তকথা
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

এখানে হত্যা ও গুমের হুমকি তো ওখানে ২জনের মৃত্যু

শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সংবাদদাতা।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

থানায় জিডি, সাংবাদিকসহ ছয়জনকে
হত্যা ও গুমের হুমকি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক, জুলাই যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ ছয়জনকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এ হুমকিকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে।

গত রোববার(২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে এই হুমকি দেওয়া হয়।

থানার দায়েরকুত জিডির বর্ণনা অনুযায়ী, রোববার বেলা দুপুরে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি মো. মুজাহিদুল ইসলামের ফেসবুক ম্যাসেঞ্জারে হত্যার হুমকি পাঠানো হয়। ওই বার্তায় মুজাহিদুল ইসলামসহ দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. এহসানুল হক, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়, যুবশক্তি পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক আহমেদ নাঈম সাকিব, জেলা এনসিপির সদস্য হায়দার আলী, ছাত্রদল কর্মী নাহিম আহমেদকে তালিকাভুক্ত করে হত্যার হুমকি পাঠানো হয়েছে।

মুজাহিদুল ইসলাম বলেন, ‘গত রবিবার আমাকেসহ মোট ছয়জনকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। বিষয়টি থানার ওসিকে জানালে জিডি করার পরামর্শ দেওয়া হয়। আমরা ছয়জন থানায় উপস্থিত হয়ে জিডি করেছি।’

শ্রীমঙ্গল থানার ওসি মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ ও সিআইডি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এহসানুল হক জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনিয়ম, দুর্নীতি ও অপরাধ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জের ধরে একটি মহল তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, এর আগেও সড়কে আমাকে মোটরসাইকেল দিয়ে প্রতিরোধ করে হামলার চেষ্টা করা হয়েছিল। মাদকবিরোধী সংবাদ প্রকাশের পর মাদকচক্র আমার বাসার সামনে এসে পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেছে। এসব ঘটনায় একাধিকবার জিডি করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন করে হত্যার হুমকিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।


পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের
বন্ধু দুই আরোহী নিহত।


গতকাল বুধবার(২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) ও ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, সকালে ঘন কুয়াশার মাঝে একটি মোটরসাইকেল কুলাউড়ার দিকে যাচ্ছিলো। এসময় উল্টোদিক থেকে আসা পিকআপ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT