1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এবছর রাণীর খরচের খাতে বাড়তি যোগ হবে ১৮ মিলিয়ন - মুক্তকথা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

এবছর রাণীর খরচের খাতে বাড়তি যোগ হবে ১৮ মিলিয়ন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩২৫ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।।  করোণা ভাইরাসের কারণে মহামান্যা রাণীর হিসাবে এ বছর কমপক্ষে ১৮মিলিয়ন ক্ষতির খাত তৈরী হয়েছে। কারণ ভাইরাসের উপদ্রব থেকে মানুষকে রক্ষায় দেশের অনেক কিছুর সাথে রাজবাড়ীও দর্শকদের জন্য উন্মুক্ত রাখা সম্ভব হয়নি। অদ্যাবদি বন্ধ রয়েছে। ফলে এই পরিমান অর্থের গচ্ছা দিতে হবে মাননীয় রাণীকে। এমন খবর প্রকাশ করেছে  দৈনিক “ইভিনিং ষ্ট্যান্ডার্ড”।
সাধারণতঃ বাকিংহাম রাজবাড়ী গ্রীষ্মের এ সময়ে দর্শকদের জন্য খুলে দেয়া হয়।


মহামান্যা রাণী। ছবি “ইভিনিং স্ট্যান্ডার্ড” থেকে সংগৃহীত
রাজবাড়ী বাকিংহাম প্রাসাদের প্রবেশ পথের ফটক। ছবি: মুক্তকথা ফটকের পর রাজবাড়ীতে যাওয়ার লম্বা রাস্তা। ছবি: মুক্তকথা
বাকিংহাম প্রাসাদের সামনের বাগানের একাংশ। ছবি: মুক্তকথা প্রাসাদের সন্মুখস্ত ভিক্টোরিয়া মূর্তি। ছবি: মুক্তকথা

বাকিংহাম রাজবাড়ীর মুখপাত্রের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম লিখেছে  সারা দেশ করোণা ভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। ফলে রাজবাড়ী ও রাজপরিবারও এ সমস্যার সন্মুখীন হয়েছে।  গেল সপ্তাহে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, বাকিংহাম রাজবাড়ী সারা বছরই বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই যারা রাজবাড়ী দেখার আগাম টিকিট করেছিলেন তাদের টিকিটের টাকা ফেরৎ দেয়া হবে।
৯৪ বছর বয়সী রাজরাণী বর্তমানে ডিউক অব এডিনবার্গ এর সাথে উইন্ডছর দূর্গ বাড়ীতে অবস্থান করছেন এবং অনুমান করা হচ্ছে এক অজানা সময় পর্যন্ত তাকে ওখানেই থাকতে হবে।
উল্লেখযোগ্য যে ১৯৯৩সালের গ্রীষ্মে সর্বপ্রথম এই রাজবাড়ীর রাজকীয় কক্ষ দর্শকদের দেখার জন্য খুলে দেয়া শুরু হয়েছিল। তারপর থেকে কখনও বন্ধ হয়নি। প্রতি গ্রীষ্মের এ সময়ে দর্শনার্থীদের জন্য “রাজবাড়ীর স্টেট রুম” খুলে দেয়া হতো। এবারই প্রথম বন্ধ রাখা হলো।
“রাজকীয় সংগ্রহ ট্রাস্ট” মুখপাত্র বলেছেন মহামারী করোণা ভাইরাসের কারণে জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তায় রেখে রাজবাড়ী দেখানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাজবাড়ীর সবধরণের আচারানুষ্ঠান এ বছরের জন্য বন্ধ রাখা হয়েছে। সূত্র: ইভিনিং ষ্ট্যান্ডার্ডের খবর এমএসএন.কম দিয়েছে

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT