মুক্তকথা সংগ্রহ॥ এবার ছোট গাড়ী(কার) বানিয়ে বাজারে আনলো বাংলাদেশ। পি এইচ পি অটোমোবাইলস নামের একটি কোম্পানী বাংলাদেশের তৈরি প্রথম গাড়ি(কার) বাজারে তুললো। গত শনিবার রাজধানীর তেঁজগাও পি এইচ পি অটোমোবাইলের শোরুমে ২০২১ মডেলের নিউ সাগা এমসিসি সিগন মডেলের এ গাড়িটির শুভ ভার্সুয়াল উদ্ভোধন করেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. মহসীন। এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন পি এইচ পি অটোমোবাইলের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। গত ২২ ডিসেম্বর অনলাইন দৈনিকবার্তা এ খবর প্রকাশ করে। আমার এক সতীর্থ জামাল উদ্দীন সংবাদটি আমাদের পাঠিয়েছেন। জানা গেছে, ১৫০০ সিসির এ গাড়িটি দেশেই তৈরি করা হয়েছে। তবে গাড়িতে আনা হয়েছে নতুনত্ব। বাম্পার, ইন্টেরিয়র, গিয়ার বক্স, কুশনসহ ইঞ্জিনে রয়েছে আধুনিক সময়ের চাহিদার নিরিখে পরিবর্তন। যা অন্যান্য দেশের গাড়িগুলো থেকেও উন্নত বলেছেন পিএইচপি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ। |