1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ বিশ্বে ১৭, ৩০, ৭২৫ জাতের প্রাণী, উদ্ভিদ, বৃক্ষ ও গুল্মলতা বিরাজ করছে - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

এ বিশ্বে ১৭, ৩০, ৭২৫ জাতের প্রাণী, উদ্ভিদ, বৃক্ষ ও গুল্মলতা বিরাজ করছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৪৪৯ পড়া হয়েছে
টিয়া জাতীয় পাখী

মুক্তকথা সংবাদ।। বিজ্ঞানীগন খুব ভাল করেই বিবরণ লিপিবদ্ধ করেছেন সে হিসেবে আমাদের এ বিশ্বে মোট ১কোটি ৭০লাখেরও বেশী প্রাণী, উদ্ভিধ, পোকামাকড় ও শৈবাল রয়েছে।
বড় আকার ও নমুনার প্রাণী প্রজাতি যা এ বিশ্বে রয়েছে তারই একটি হিসেব নিচে দেয়া হলো।
 নিচের হিসেবে গৃহপালিত প্রাণী যেমন ভেড়া, ছাগল এবং উট এগুলোকে ধরা হয়নি। এছাড়াও এককোষি জীবাণুকেও এ হিসেবে ধরা হয়নি।
সকল জীবিত স্তন্যপায়ী প্রাণী, পাখি, বৃক্ষ যাদেরকে আধুনিক বিজ্ঞান নিশ্চিতভাবে পেয়েছে এবং আছে নিচের হিসেবে সেগুলোর সংখ্যাই দেয়া হয়েছে।
 জীববিজ্ঞানীরা এখনও বহু উদ্ভিদের শ্রেণী বা নমুনার প্রকারভেদ, অমেরুদণ্ডী প্রাণী এবং শৈবালের মত পুষ্পল ছত্রাকের বিবরণ লিপিবদ্ধ করেই চলেছেন। এসব বহুকিছুই যা বিজ্ঞানের কাছে খুবই পরিচিত, প্রতি বছরই সেগুলোর নতুন নতুন নমুনা বেড়েই চলেছে।
সবচেয়ে বড় আকারের প্রজাতি বিভিন্নতা দেখা যায় পোকা-মাকড় জাতীয় প্রাণীর মাঝে। বিজ্ঞানের জানার মাঝে এ গুলোর পরিমাণ ১০লক্ষেরও বেশী। এক্ষেত্রে স্তন্যপায়ী প্রাণীর প্রকারভেদের সংখ্যা মাত্র ৫,৫১৩টি। পরিমাণ হিসেবে খুবই নগন্য এ সংখ্যা। সব মিলে এ পৃথিবীর সমুদ্র, হ্রদ, মহাদেশ এবং দ্বীপ ও দ্বীপুঞ্জগুলি চেনা-জানা সর্বমোট ৬৬,০০০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ৩,০৭,০০০ নমুনার উদ্ভিদ লতাগুল্মকে লালন-পালন করে আসছে।
সূত্র: বিশ্ব সংরক্ষন ইউনিয়ন তথা ‘ওয়ার্লড কন্জারভেশন ইউনিয়ন’। ১৯৯৬-২০১৪ সাল।

  • পৃথিবীতে বর্তমানে কত প্রজাতির কি কি প্রাণী, উদ্ভিদ, বৃক্ষ-লতাগুল্ম বসবাস করছে তার বিবরণ:-

  • মেরুদণ্ডী

স্তন্যপায়ী জীব   ৫,৫১৩ প্রজাতির

পাখী                   ১০,৪২৫ প্রজাতির

সরিশৃপ               ১০,০৩৮ প্রজাতির

উভচর               ৭,৩০২ প্রজাতির

মাছ                    ৩২,৯০০ প্রজাতির

    • মোট মেরুদণ্ডী প্রাণী ৬৬,১৭৮
    • অমেরুদণ্ডী
    • পোকামাকড়                                  ১০০, ০০০০০
      মাকড় বিচ্ছু প্রজাতি                     ১,০২, ২৪৮
      শম্বুক জাতীয় কোমলাঙ্গ প্রাণী        ৮৫,০০০
      খোলা বা খোসাযুক্ত প্রাণী          ৪৭,০০০
      প্রবাল কীট                                    ২,১৭৫
      অন্যান্য জাতীয়                           ৬৮,৮২৭
    • মোট অমেরুদণ্ডী প্রাণী             ১৩,০৫,২৫০
  • উদ্ভিদ

ফুলদেয়া উদ্ভিদ                          ২,৬৮,০০০
শীর্ষ বিশিষ্ট বৃক্ষ                         ১,০৫২
ঘোটকগুচ্ছ গাছ                        ১২,০০০
কচুরীপানা                                 ১৬,২৩৬
লাল ও সবুজ শৈবাল               ১০,৩৮৬
মোট উদ্ভিদ                             ৩,০৭,৬৭৪

  • অন্যান্য

শৈবালতূল্য পুষ্পল ছত্রাক   ১৭,০০০
ব্যাংগের ছাতা                        ৩১,৪৯৬
বাদামি পিঙ্গল শৈবাল          ৩,১২৭
মোট অন্যান্য                       ৫১,৬২৩

সর্বমোট প্রজাতি                                                   ১৭,৩০.৭২৫ জাতের প্রাণী, উদ্ভিদ, বৃক্ষ ও গুল্মলতা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT