1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ওয়ার্দিং কাউন্সিলের মেয়র হলেন সিলেটের ইবশা - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

ওয়ার্দিং কাউন্সিলের মেয়র হলেন সিলেটের ইবশা

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪৭৫ পড়া হয়েছে

যুক্তরাজ্যে বাংলাদেশি ইবশা ওয়ার্দিং কাউন্সিলের লর্ড মেয়র হলেন

যুক্তরা‌জ্যের ওয়ার্দিং কাউন্সিলের লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সিলেটের যুবক ইবশা চৌধুরী।  গতকাল মঙ্গলবার(২১ মে) তিনি এ কাউন্সিলের প্রথম বাঙ্গালী  মেয়র নির্বাচিত হলেন। মাত্র ৪১ বছর বয়সে কাউন্সিলররা তাকে মেয়‌র পদে নির্বা‌চিত ক‌রেন। এর আগে ইবসা এ কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দা‌য়িত্বরত ছিলেন।

বাংলাদেশের সিলেটে জন্ম গ্রহন করা ইবশা, একুশ বছর বয়সে ইংল্যান্ডের ওয়ার্দিংয়ে আসেন। তিনি ২২ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন। ব্যক্তিগত জীব‌নে তি‌নি চার সন্তা‌নের জনক।

ইবশা ব্রিটে‌নে ক‌রোনা মহামারি চলাকালীন একজন সক্রিয় কর্মী ছিলেন এবং এনএইচএস-কে খাবারের সমন্বয় ও সরবরাহ করতে সহায়তা করেন। ২০১৯ সা‌লে লেবার পার্টিতে যোগ দেয়ার পর ২০২১ সালে ইবশা ক্যাসেল ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। ইবশা বর্তমানে ওয়ার্দিং টাউন ফুটবল ক্লাবের ইকুয়ালিটি অফিসারের দায়ীত্ব পালন করছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT