সরকারি আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহণ, সিএনজি চলাচল ও স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় শুক্রবার মৌলভীবাজারে ৪৫ জনকে আটক করেছে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন অপরাধে জরিমানাও করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মোট ২৩টি টিম নিয়োজিত ছিলো। জেলা শহরের জনবহুল পশ্চিমবাজার এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিয়োজিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও ফয়সাল মাহমুদ ফুয়াদ এর ২টি টিম। এসময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় পশ্চিমবাজার এলাকায় ২৮ জন ব্যক্তিকে ১০ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন কারনে ৭ ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয়। ভবিষ্যতে স্বাস্থ্যবিধি প্রতিপালন করবেন এ অঙ্গীকার করায় পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়। পশ্চিমবাজার এলাকায় সার্বিক সহযোগীতায় নিয়োজিত ছিলো ব্যাটেলিয়ন আনসারগণ।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যাল সূত্র জানিয়েছে, শুক্রবার তাদের কাছে কোভিড-১৯ এর নতুন করে প্রতিবেদন এসেছে। গেল ২৪ ঘন্টায় ১৩০ জনের কারোনা পরীক্ষা নেয়া হলে ৫২ জনের দেহে কোভিড-১৯ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে রাজনগর-৪,কুলাউড়া-৯,বড়লেখা-৩,কমলগঞ্জ-২, শ্রীমঙ্গল-২,জুড়ী-৬ ও মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আরো ২৬ জন আক্রান্ত হন।
|