রণি রায়ের একটি কবিতা
কেন এমন!
কৈশরের ছোটা-ছুটি খেলা আর-
বেড়ে ওঠার চাওয়া-পাওয়া কথা গুলো,
হালকা হাওয়ার সাথে ফুরিয়ে যায়
মিলিয়ে যায় শীতের কুয়াশায়।
ধীরে ধীরে রঙ লাগা দিন গুলো
দিগন্ত পথ ধরে কোথা যেন হারিয়ে যায়।
গোধূলীর আলো এসে লিখে দেয় বোঝা নাবোঝার-
নীরব কিছু কথা, কিছু ব্যথা বারতা,
তারা হয়ে ফুটে ওঠা পুরনো স্মৃতির সম্ভার, সব একাকার
চেতনার শিখা প্রাণের এ ঘরে জ্বলে ওঠে প্রদীপের মত বারবার।
সে আলোর পথ ধরে পা পা করে নিরুদ্দেশের পানে,
ফিরে তাকাই; অস্ফুটো স্মৃতি হাতরে নিজের অজানতে
হৃদয় নিঙ্গাড়ি দু’ফোটা অশ্রু ঝরে পড়ে।
(রণো)