1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি- মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

কমলগঞ্জের দিনলিপি-

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৯৩ পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে ১৩০জন উপকারভোগীর মধ্যে হাঁস-মুরগীর বাচ্চা ও বিভিন্ন প্রকার সব্জির বীজ বিতরন করা হয়েছে। রোববার দুপুরে গুডনেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে হাঁস-মুরগীর বাচ্চা ও সব্জির বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিী হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নিখিল মণি সিংহ, ইউপি সদস্যা সন্ধ্যা রানী সিনহা, আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এস এম রেজা উদ্দিন রাজু। সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ম্যানেজার রোমিও রতন গমেজ। সঞ্চালনা করেন প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক। এসময় প্রতিষ্ঠানের প্রোগ্রাম কর্মকর্তা রবিন্দ্রনাথ শীলসহ সকল বৃন্দ উপস্থিত ছিলেন।

ফলজ চারা বিতরণ ও রোপন

১৩০ জনের মধ্যে হাঁস-মুরগীর বাচ্চা ও বিভিন্ন সব্জির বীজ বিতরন

“হৃদয়ে কমলগঞ্জ” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উপজেলাজুড়ে যুবলীগের ফলজ চারা বিতরণ ও রোপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ২ হাজার ফজল চারা বিতরণ ও রোপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সারা দিনব্যাপি উপজেলাজুড়ে চারা বিতরণ ও রোপন কর্মসুচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ।
সকাল ১০টা থেকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, আলীনগর, মাধবপুর, কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার ও পতনউষার ইউনিয়নে এসব ফলজ চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমেদ বাবু, মাধবপুর ইউপি আ.লীগের সভাপতি আসীদ আলী, সম্পাদক অবনী কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, আলাল আহমেদ, আলীনগর ইউপি যুবলীগ সভাপতি তাজউদ্দীন আহমদ, সম্পাদক শাহীন আহমেদ, ইসলামপুর ইউপি আ. লীগের সম্পাদক ধীরেন্দ্র কুমার সিংহ, যুবলীগের সভাপতি বাবুল আহমেদ, সম্পাদক সাজ্জাদুর রহমান, মুন্সিবাজার ইউপি যুবলীগের সভাপতি বদরুল ইসলাম ও সম্পাদক শহীদ আহমদ প্রমুখ।

সামাজিক সংগঠন “হৃদয়ে কমলগঞ্জ” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসূচীর মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক সংগঠন “হৃদয়ে কমলগঞ্জ” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে ফ্রি রক্তের গ্র“প নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তফাদার রিজুয়ানা ইসলাম সুমী। প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যপক মো: রফিকুর রহমান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি সোহাগ ও আইন ও শিক্ষা বিষয়ক সম্পাদক আল-আমীন এর যৌত স ালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর ম্:ো আনোয়ার হোসেন, উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি হেলাল মিয়া, বাংলাদেশ মণিপুরী আদীবাসী ফোরামের সাধারন সম্পাদক সমরজিত সিংহ, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার শাহ মোস্তফা সামাজিক সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার পারভেজ আলাল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন পান্না প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT