1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি... - মুক্তকথা
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

কমলগঞ্জের দিনলিপি…

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিবেদক
  • প্রকাশকাল : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

মণিপুরি সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা


মৌলভীবাজারের কমলগঞ্জে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ও অবসরপ্রাপ্ত মণিপুরি সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থা।

মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোংমাইথেম অশোকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা অরুন কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সমরজিত্ সিংহ, সংস্থার উপদেষ্টা হরি কুমার শর্মা, সংস্থার সাংগঠনিক সম্পাদক, আয়াংতাবম সমরেন্দ্র, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউনিয়নের সাবেক সদস্য মনীন্দ্র কুমার সিংহ, সমাজকর্মী প্রহ্লাদ সিংহ, মাধ্যমিক শিক্ষক রনজিত কুমার সিংহ, সমাজকর্মী আয়াংতাবম হেমন্ত, কবি ও সাহিত্যক সানাতন হামোম, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লৈফাকপম ব্রজগোপাল সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশীকুমার সিংহ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক পরিমল সিংহ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রমাকান্ত সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার শান্ত কুমার সিংহ, মৌলভীবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিপন কুমার সিংহ, সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ও মেডিকেল অফিসার এন মেমচৌবি চনুকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বক্তারা মণিপুরি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।


কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ১ নভেম্বর


কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর। নির্বাচনকে নিয়ে উৎসবের আমেজ বইছে প্রেসক্লাবে। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ।

কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশন ঘোষিত তফশীল সূত্রে জানা যায়, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি, ২১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ২৩ অক্টোবর যাচাই-বাছাই ও ২৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১ নভেম্বর প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব আহমেদুজ্জামান আলম বলেন, প্রেসক্লাবের নির্বাচন আমাদের ঐক্যের প্রতীক। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি নির্বাচন হোক।

কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুজন আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রকমের ব্যবস্থা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আশা করছি সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবো। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।


আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে
সুধী সমাবেশ ও মতবিনিময়


মৌলভীবাজারের কমলগঞ্জে “আদমপুর ইউনাইটেড কলেজ” নামে নতুন একটি কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এটি কমলগঞ্জের দক্ষিাণাঞ্চলের উচ্চ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা স্থানীয় জনগণ এবং বহির্বিশ্বে বাংলাদেশী প্রবাসীদের আর্থিক সহায়তায় বাস্তবায়নের পথ অগ্রসর হচ্ছে। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চল, যেখানে মুসলিম, হিন্দু, মনিপুরি, খাসিয়াসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে সহাবস্থানে বসবাস করে আসছেন। এ কলেজ বাস্তবায়ন সংক্রান্ত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার নৈনারপার বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

কলেজ বাস্তবায়ন আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এ, কে, এম সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাহেল মিয়া ও সদস্য আয়োকপাম অঞ্জুর যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভূমি দাতা এম, এ, আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ ফারুক, সদস্য মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাদ উদ্দিন ফায়াজ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) সালেহ আহমেদ, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন বাবু, মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রতাপ কুমার সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মনির, সমাজসেবক সমরজিত সিনহা, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, ইউপি সদস্য আজিম মিয়া প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন “আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে” এবং বাংলাদেশ আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় সহযোগীতায় “আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটি” কলেজ নির্মাণে নিরলসভাবে কাজ করছে।


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে
কমলগঞ্জে যুবদল নেতা বহিষ্কার


মৌলভীবাজারের কমলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এক যুবদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলার রহিমপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার(১ অক্টোবর) মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর অনুমোদনে দপ্তর সম্পাদক হাবিবুল বাশার হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বিষয়টি নিশ্চিত করে বলেন, রহিমপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এমনকি সে তার ভাইয়ের পরিবারের সদস্যদেরকও মারধরের অভিযোগ রয়েছে।


বিশ্ব পর্যটন দিবসে কমলগঞ্জে

আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা


বিশ্ব পর্যটন নিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের পর্যটন উপজেলা কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পর্যটনের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন,  লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, লেখক-গবেষক আহমদ সিরাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মোনায়েম খান, শিক্ষার্থী অংকিতা দেব, রিসোর্ট মালিকদের পক্ষে অরণ্য নিবাস প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন প্রমুখ।

আলোচনা সভা শেষে, কমলগঞ্জের পর্যটন নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT