1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি - মুক্তকথা
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

কমলগঞ্জের দিনলিপি

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮ পড়া হয়েছে

কমলগঞ্জে সংবাদ সম্মেলন
ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অপচেষ্টা
মিথ্যা অভিযোগের প্রতিবাদ


বাড়ির ভিতরে অবস্থিত ব্যক্তিগত বরন্ডি ও আঙ্গিনাকে রাস্তা নির্মাণের অপচেষ্টা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের প্রবাসী সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির কেয়ারটেকার দিলাই মিয়া। বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই গ্রামের প্রতিপক্ষ মজির উদ্দিন আহমদ চৌধুরীর বক্তব্যের এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিলাই মিয়া বলেন, পরিবার সন্তান নিয়ে সৎ উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির রক্ষণাবেক্ষনের জন্য দেখভালের দায়িত্ব পালন করছি। অতিসম্প্রতি বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাস্তা বন্ধ করে প্রতিরোধক সৃষ্টি’ শিরোনামে সুয়েব আহমদ চৌধুরী ও আমাকে জড়িয়ে মজির উদ্দিন আহমদ চৌধুরী সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বাস্তবতা বহির্ভূত বক্তব্য তুলে ধরেছেন। এতে সুয়েব আহমদ চৌধুরী ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
তিনি আরো বলেন, প্রকৃত সত্যতা হচ্ছে মজির উদ্দিন আহমদ চৌধুরী নারায়নক্ষেত্র গ্রামের সোয়েব আহমদ চৌধুরীর বাড়ির আঙ্গিনা ও বরন্ডীকে রাস্তা হিসাবে যে অপপ্রচার করেছেন এর কোন সত্যতা পাওয়া যাবে না। যে জায়গাটিকে ২০ থেকে ২৫টি বাড়ির লোকের চলাচলের ‘রাস্তা’ হিসাবে উল্লেখ করেছেন বাস্তবে সে জায়গা সোয়েব চৌধুরীর বাড়ির ভিতরে অবস্থিত ব্যক্তিগত বরন্ডি ও আঙ্গিনা এবং এখানে অন্য কোন বাড়িঘরও নেই। যা শুধুমাত্র সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির পশ্চিমের আঙ্গিনা ও তাদের ব্যবহার্য জায়গা। উক্ত স্থানে সরকারি, ইউনিয়ন পরিষদ কিংবা গ্রাম্য জনসাধারনের কোন রাস্তা বা চলাচলের কোনো প্রকার যুগসূত্র নেই এবং অতীতেও ছিলনা, বর্তমানেও নেই।
মজির উদ্দিন চৌধুরী উনার যাতায়াতের জন্য বাড়ির সামনা দিয়ে প্রশস্ত রাস্তা থাকা সত্বেও কিছুদিন যাবত উদ্দেশ্য প্রনোদিত অবৈধ দখলের উদ্দেশ্যে বাড়ির পেছনে বহু দুরে অবস্থিত হালি চাষের চারা দিয়ে সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির বরন্ডি ও আঙ্গিনার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ উপস্থাপন করছেন।
সুয়েব আহমদ চৌধুরীর বাড়িতে গবাদি পশু পালন, শাক-সবজি চাষ এবং বহু বছরের পুরনো বাঁশঝাড় ও বৃক্ষাদি দুর্বৃত্তদের হাত হতে নিজের নিরাপত্তার ও সম্পদ সংরক্ষনের জন্য উক্ত জায়গা দিয়ে পাকা দেয়ালের সীমানা প্রাচীর নির্মাণ করে আসছেন। সুয়েব আহমদ চৌধুরী ও উনার পরিবার অত্যন্ত সম্মানিত এবং তাদের পরিবার মসজিদ, মক্তব, স্কুল ও রাস্তাঘাটে অনেক জমি দান করেছেন বলে তিনি দাবি করেন।
তবে অভিযোগ বিষয়ে মজির উদ্দিন চৌধুরী বলেন, আমাদের নারায়নক্ষেত্র গ্রামের চলাচলের অতি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে এলাকার প্রায় ২৫/৩০টি পরিবার প্রতিদিন চলাফেরা এবং কৃষিকাজে হাল-চাষ করতে ব্যবহার করেন। সুয়েব চৌধুরী দীর্ঘদিন ধরে  দিলাই মিয়াকে দিয়ে ওই রাস্তায় প্রতিন্ধকতার চেষ্টায় লিপ্ত।


 

অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের বিদায় সংবর্ধনা


কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের প্রথমবারের মতো বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুরে বাগান পঞ্চায়েত ও সুনছড়া সেবা সংঘের আয়োজনে চা বাগান অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ,জে,এম, রাফিউল আলম।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরীর সভাপতিত্বে ও সনজয় কৈরী ও মুকুল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিবাধন নায়েক, সম্পাদক প্রশান্ত কৈরী, জয় কিশোন রবিদাস কিশোর।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ,জে,এম, রাফিউল আলম বলেন, আমার ৩০ বছরের চাকুরি জীবনে এমন অনুষ্ঠান দেখিনি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অবসর গ্রহণকারী চা শ্রমিকদের শান্তিময় অবসর জীবন কামনা করেন।
সভাপতির বক্তব্যে বলেন, চা শিল্প ও চা শ্রমিকদের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে আমরা এই আয়োজন করেছি।শ্রমিকদের অবদান শিল্প এবং রাষ্ট্রে আরো মূল্যায়ন হবে এমন আশা প্রকাশ করেন তিনি।


আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন


মৌলভীবাজারের কমলগঞ্জে উচ্চ শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা উন্নয়নে আদমপুর ইউনাইটেড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আদমপুর নৈনারপার-ধলাই সড়ক সংলগ্ন প্রস্তাবিত কলেজ প্রাঙ্গগনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আদমপুর ইউনাইটেড কলেজ ভবিষ্যতে কমলগঞ্জের আদমপৃর, ইসলামপুর,আলীনগর ও মাধবপুর এ চার ইউনিয়নসহ চা বাগানের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভূমিদাতা এম. এ. আহাদ জানান ,“শিক্ষাই একটি জাতির মেরুদ-। এই অঞ্চলের তরুণ প্রজন্মকে শিক্ষিত ও আলোকিত করে গড়ে তুলতেই আদমপুর ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ।”

কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. রাহেল মিয়া বলেন, “এই কলেজটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি হবে মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতির কেন্দ্রবিন্দু। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা লাভ করবে।”
উল্লেখ্য, আদমপুর ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে আদমপুর-ইসলামপুরের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড (যুক্তরাজ্য)। সংগঠনটির আহ্বায়ক মো. সেলিম মিয়া অনলাইন বার্তায় জানান, প্রবাসে থেকেও এলাকার মানুষের শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। এ সংস্থার সদস্য সচিব ও ফান্ড রেইজিং সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, “দীর্ঘদিন ধরে আদমপুর-ইসলামপুরবাসীর প্রাণের দাবি ছিল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সকল প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা সেই স্বপ্নের শুভ সূচনা করতে পেরেছি। এই কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাবে, মানবিক ও দক্ষ নাগরিক গড়ে উঠবে এবং সমগ্র অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল আহাদ ফারুক, মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন বাবু, নজরুল ইসলাম মনির, এ. কে. এম. আব্দুস সালাম, আনোয়ার হোসেন, আব্দুল গাফফার হিরক, অঞ্জু দেবী, সাদ উদ্দিন ফয়েজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT