ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
মৌলভীবাজার-৪ আসনে বাসদের প্রার্থী
অ্যাডভোকেট আবুল হাসান
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার এক সভা গত ১৮ অক্টোবর ২০২৫, শনিবার সকাল ১১টায় দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু।
সভার শুরতে বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও নোয়াখালী জেলা সমন্বয়ক কমরেড খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত সভা থেকে বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবুল হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।