1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জ সংবাদ - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

কমলগঞ্জ সংবাদ

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪৩৫ পড়া হয়েছে

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১২টি ॥ পাসের হার ৭০.৬৮ ভাগ

শতভাগ পাশসহ ৮৬ টি জিপিএ-৫ শমশেরনগর বিএএফ শাহীন কলেজে

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১২টি। এ উপজেলায় ৩৬৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬৮ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৭০.৬৮ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৮৬টি জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২টি জিপিএ-৫ সহ কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৩৮.৭১ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৮৬টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২২টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ৬টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ১০টি, কমলগঞ্জ মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ১০টি, পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৯টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ১৬টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ১০টি, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৪টি, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩টি, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ১টি ও অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৩৮.৭১ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৭.৭২ ভাগ।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল পরীক্ষায় থকে মোট ২১৭টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৮৬টি জিপিএ-৫ লাভ করে।

কমলগঞ্জে একরাতে কৃষকের দুটি গরু চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জে একরাতে কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পতনঊষার গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান পতনঊষার গ্রামের মিলাদুর রহমান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলো পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী মিলাদুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে যাই। রাত দুইটা পর্যন্ত আমরা জেগে ছিলামা। সকালে ঘুম থেকে উঠে দেখি গরুগুলো আর গোয়াল ঘরে নেই। আমাদের গরুর বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কমলগঞ্জে দু:স্থ মহিলাদের মধ্যে যাকাত ভাতা বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে সেলাই প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলাদের মধ্যে যাকাত ভাতা প্রদান করা হয়েছে। যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন শমশেরনগরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ২০২১-২০২২ অর্থ বছরের ৩য় ব্যাচের ৬০ জন দু:স্থ মহিলার মধ্যে এই ভাতা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মিশন অফিসে আনুষ্ঠানিকভাবে ভাতা প্রদান করা হয়।

ইসলামিক মিশন শমশেরনগর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সঞ্চালনায় যাকাত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার স্কুল এ- কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক।

অনুষ্ঠানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৬০ জন প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলা প্রত্যেককে ২ হাজার টাকা হারে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা যাকাত ভাতা বিতরণ করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT