মৌলভীবাজারের প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড অর্ধেন্দু বিকাশ দেব রায়(অপু)’র ২৮তম মৃত্যুবার্ষিকীতে একটি অনলাইন স্মরণ সভা অনুষ্ঠিত হয় ১২ সেপ্টেম্বর রোববার। সভায় সভাপতিত্ব করেন শ্রী বনমালী ভৌমিক বলাই। সভার শুরুতেই কমরেড অপু দেব রায়, সদ্যপ্রয়াত জনাব সিরাজ উদ্দিন বাদশা ও সৈয়দ আব্দুল হান্নানের স্মৃতির উদ্দ্যেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সত্যব্রত দাস স্বপনের সঞ্চালনায় কমরেড অপুর সংগ্রামী জীবন নিয়ে একটি লেখা পড়ে শুনান ছাত্র নেতা শ্রী পিনাক দেব। আলোচনায় অংশ নেন কমরেড আব্দুল মালিক, শ্রী নিখিল রায়, জনাব আব্দুল ওয়াহেদ মোসাহেদ, শ্রী স্বপন কুমার দেব, শ্রী অপূর্ব কান্তি ধর, জনাব নওরোজ চৌধুরী, শ্রী বিজন ভট্টাচার্য, জনাব নুরুল ইসলাম পুতুল, জনাব তাজুল মোহাম্মদ, অধ্যক্ষ ফজলুল হক, জনাব নুরুর রহিম নোমান, জনাব আবু তোরাব চৌধুরী লিটন, শ্রী কেশব দত্ত, জনাব আব্দুল আহাদ চৌধুরী, জনাব শাহাদাৎ হোসেন, জনাব আবু শোয়েব তানজিম, জনাব আনোয়ারুল ইসলাম জাবেদ, কমরেড নিলিমেশ ঘোষ বলু ও শ্রী দীপক শীল। স্মরণ সভায় উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ চৌধুরী, শ্রী সুধাময় রায় স্বপন, জনাব আবু আলমগীর, জনাব আবিদুর রহমান ফারুক, শ্রী নীহারেন্দু দেব যাদু, সৈয়দ রুহুল এ মাহমুদ রুহ, শ্রী রমাপদ ভট্টাচার্য যাদু, শ্রী গৌরীশ রায়, জনাব আবু রেজা সিদ্দীক ইমন, শ্রী পুলক কান্তি ধর, জনাব শাহেদ আলী স্বপন, জনাব ইকবাল আল হেলাল, ডা: রাহুল চক্রবর্তীসহ অপু দেব রায়ের সহকর্মী, সহযোদ্ধা, সহপাঠী, বন্ধুরা। ১৪ সেপ্টেম্বর কমরেড অর্ধেন্দু বিকাশ দেবরায় অপুর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের এই দিনে তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে যান না ফেরার দেশে। |