1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সরকার কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে - মুক্তকথা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

করোনার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সরকার কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৬৭৭ পড়া হয়েছে

-পরবিশে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

বড়লখো, মৌলভীবাজার।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সরকার কৃষির উপর সর্বোচ্চ জোর দিয়েছে। কৃষকদের সার, বীজ, টাকাসহ নানা ধরণের প্রণোদনা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কৃষকদের প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্ত্রী গত বৃহস্পতিবার, ১১জুন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩২০জন কৃষকের মাঝে বিণামূল্যে সবজি বীজ, চারা ও উপকরণ সহায়তা বাবদ চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলনে।

পরিবেশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির আঙিনার কোন খালি জায়গা পতিত না রাখার অনুরোধ করেছেন। একসময় দেশের অর্থনীতি নির্ভর করতো কৃষির উপর। সরকার হারানো সে অতীত ফিরিয়ে আনতে নানামুখি উদ্যোগ নিয়েছেন। সরকারের উদ্যোগের ফলে করোনার ভয়াবহ বিপর্যয়ের মাঝেও বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।
বড়লখো উপজলো নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, আব্দুর রব, লটিন শরীফ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT