মৌলভীবাজারে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি। ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পাবে ৩০ হাজার মানুষ। আগামী ৭ ফেব্রুয়ারি সাড়া দেশের ন্যায় মৌলভীবাজারে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ নিয়ে জেলা প্রসাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দূপুরে জেলা প্রশাসক মীর নাহীদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় ৩০ হাজার মানুষের জন্য ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌছেছে। ১৫টি ক্যাটগরিতে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। ভ্যাকসিন পেতে হলে সবাইকে ‘সুরক্ষা অ্যাপে’র মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেন। জেলার ৭টি উপজেলায় ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৮ টি বুথ এবং অন্য ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি করে বুথে ভ্যাকসিন দেয়া হবে। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। কোন প্রকার গুজবে কান না দিয়ে ভ্যাকসিনের রেজিষ্টেশনের আহবান জানানো হয়।
|