মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওরের গোয়ালীকারা নামক স্থানের লাসোনদীতে স্লুইচগেইট স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন সদর উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের বাসিন্দারা। ইটা ইসলামি সমাজকল্যাণ সংস্থা(ইসকস)এর আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন তাঁরা।
সংগঠনের সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহুর রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ আহমদ চৌধুরী, বাপা মৌলভীবাজারের সভাপতি আ.স.ম সালেহ সোহেল, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিউর রহমান, শফিকুল আলম সুহেল, সালেহ আকরাম রিপন, ইটা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাওলানা গোলাম হোসেন, আখাইলকুড়া ইউপি কৃষকলীগের সভাপতি কয়েছ খান, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদর শাখার সভাপতি আলমগীর হোসেন।
মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা বাজার, তারাপাশাবাজার, কামারচাক বাজার, টেংরাবাজার রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ২ শত টাকা জরিমানা করা
হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। এসময় হরিপাশা বাজারে অবস্থিত মিতালী ফামের্সীকে ৪ শত টাকা, তারাপাশা বাজারে অবস্থিত তপু ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, কামারচাক বাজারে অবস্থিত সোনিয়া ষ্টোরকে ৩ শত টাকাসহ মোট ২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া সহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।