লণ্ডন: আসন্ন মার্চ মাস থেকে ১০ পাউণ্ডের কাগজী নোট আর বৈধ থাকছে না। বিবিসি’কে ব্যাংক অব ইংল্যাণ্ড জানিয়েছে যে এখনও প্রায় ২.১ বিলিয়ন মূল্যের পুরনো £১০ নোট বাজারে চালু আছে যা এই সপ্তাহ দু’য়ের মধ্যে হয় খরচ করতে হবে নতুবা বিনিময় করতে হবে। বিবিসি’র বরাতে এমএসএন আজ সোমবার ১৯শে ফেব্রুয়ারী এ খবর দিয়েছে। আগামী ২রা মার্চ থেকে ১০ পাউণ্ডের এই নোটগুলি বাজারে আর ব্যবহার করা যাবে না।
আসন্ন ১লা মার্চ থেকে কাগজের পুরানো ১০ পাউণ্ডের সকল নোট অচল বলে জানতে হবে এবং এর স্থলে নতুন ‘পলিমার’এর তৈরী ১০পাউণ্ডের নোট বাজারে আসবে। ওই তারিখের পর যে কেউ ব্যাংক অব ইংল্যাণ্ড-এ গিয়ে বিনিময় করতে পারবেন। ‘পলিমার’-এর তৈরী নতুন ১০ পাউণ্ডের নোট গত সেপ্টেম্বরেই বাজারে ছাড়া হয়েছিল।