প্রাক্তন জেষ্ঠ্য সচিব কাজী হাবিবুল আউয়াল ১৩তম প্রধান নির্বাচন কমিশনার, সিইসি, হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত শনিবার, ২৬ ফেব্রুয়ারী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে এ নিয়োগ দেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়।
কাজী হাবিবুল আউয়াল ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আরো নিয়োগ পেয়েছেন বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল(অব:) আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিছুর রহমান।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য গত ৫ ফেব্রুয়ারী রাষ্ট্রপতি ৬সদস্যের ‘খোঁজে দেখা পর্ষদ'(সার্চ কমিটি) গঠন করেছিলেন। সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ছিলেন সেই কমিটির প্রধান।