সর্বশেষ জানা যায়, বিগত রোববার দুপুর থেকে মাসুক মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে জলি তালুকদার ফেসবুক থেকে পোষ্ট করায় জেলাব্যাপী আলোড়ন তৈরি হয়েছে। বিয়ের দাবিতে অবস্থানকারীনি জলি এ প্রতিবেদককে মুঠোফোনে জানান- “আমার অতি সরলতার সুযোগে গত ৮বছর ধরে মাসুক আমাকে ভোগ করেছে”। জলি আরো বলেন-“এখন মাসুক যদি আমাকে বিয়ে না করে তাহলে এ বয়সে কে আমাকে বিয়ে করবে? মাসুক ও তাঁর পিতা গত ১মাস ধরে আমাকে সসম্মানে বৌয়ের মর্যাদা দিয়ে বাড়িতে তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় জেলা পরিষদের সদস্যার বাড়িতে রেখে কালক্ষেপণ করায় আজ(রবিবার) পূণরায় অবস্থান নিতে বাধ্য হলাম।”
এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল আহমদ এলাকায় অনুপস্থিত থাকায় তার বক্তব্য জানা যায় নি। অভিযুক্ত আইনজীবী মোঃ মাসুক মিয়ার মুঠোফোনে কয়েক বার ফোন দিলে কিছুক্ষণ পরে মাসুক মিয়া ফোন দিয়ে জানান, তিনি এখন ব্যস্ত আছেন। জলি তালুকদারের বিষয়ে জানতে চাইলে মাসুক জানান- “এখন ব্যস্ত আছি, এই বিষয়ে পরে কথা বলব।”
|