1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কারখানার বিষাক্ত বর্জ্য নিয়ে শ্রীহীন শ্রীমঙ্গল - মুক্তকথা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারখানার বিষাক্ত বর্জ্য নিয়ে শ্রীহীন শ্রীমঙ্গল ৪৫০কোটি বছরের পুরানো উল্কাপিণ্ড কেমডেন কাউন্সিলের ৬০ বছর পুর্তি হলো কমলগঞ্জের টিলাগড় গ্রামের এক গৃহবধুর আত্মহত্যা(?) নদী ভাঙ্গন আতঙ্কে উদ্বেগ-উৎকণ্ঠায় এলাকাবাসী ॥ ইটের খুয়ার পরিবর্তে গুড়া! অ্যাপ্‌লের জিনিস আর ভারতে বানাবেন না! পারমাণবিকের ৮জন কর্মচারীকে সাময়িক অপসারিত বগুড়ায় জাতীয় সংগীত চলাকালে হামলার প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার বিষয়ে ব্যবস্থা নিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে আইনজীবী সুজন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। তিয়ানশী’র উদ্যোক্তা সমাবেশ

কারখানার বিষাক্ত বর্জ্য নিয়ে শ্রীহীন শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৯ পড়া হয়েছে

 

শ্রীমঙ্গলে কারখানার বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও দূষিত পানি বন্ধের
সমাধান চেয়ে চরমপত্র

বিষাক্ত বর্জ্য অব্যবস্থাপনার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হওয়ায় শ্রীমঙ্গল আর.পি.এফ রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর  বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার (১৯ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন, রাজপাড়া এলাকা আর.পি.এফ রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজপাড়া ও বাদে-আলিশা এলাকার ভুক্তভোগী সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কারখানার এসব বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও দূষিত পানির বন্ধের সমাধানের জন্য ১১ দিনের চরমপত্র দেয় এলাকাবাসী।

 

শ্রীমঙ্গলে আর.পি. এফ রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেড এর বিরুদ্ধে বর্জ্য অব্যবস্থাপনার কারণে ফসলী জমি, হাওরের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হওয়ার বিরুদ্ধে ভূনবীর রাজপাড়া আরপিএফ রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেড এর সামনে মূল সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, আর.পি.এফ রশনি পলি ফাইবার কোম্পানি কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে কারখানার বিষাক্ত বর্জ্য, ধোঁয়া ও কারখানার দূষিত পানি সরকারি ছড়ায় ফেলছে। এতে আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েক’শ মানুষ শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়েছে। পাশাপাশি পরিবেশেরও বিপর্যয় দেখা দিয়েছে। জলজ প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়েছে। হাওরের মাছ, ফসলী জমি, মৌসুমি সব্জি চাষ, কীটপতঙ্গ, গবাদিপশুসহ প্রকৃতির উপর মানবসৃষ্ট এ সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে বক্তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

 


 

শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ব্যাংকের বিল কালেকশন বুথ উদ্বোধন


শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে গ্রাহকদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির বিদ্যুৎ বিল কালেকশন বুথের উদ্বোধন করা হয়। বাংলাদেশে এই প্রথম পল্লী বিদ্যুৎ সমিতির কোন কার্যালয়ে বিদ্যুৎ বিল কালেকশন বুথ স্থাপন করা হলো।

১৪ মে (বুধবার) বিদ্যুৎ বিল কালেকশন বুথ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ.বি.এম মিজানুর রহমান।

জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো: সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বুথ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক তাহমিনা আক্তার, ইস্পাহানি জেরিন চা বাগানের ডিজিএম সেলিম রেজা, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক(অর্থ-হিসাব) লতেশ চন্দ্র রায় প্রমূখ।

এ সময় বুথের সামনে বেশ কিছু গ্রাহককে বিল জমা দিতে দেখা যায়। উপস্থিত গ্রাহকরা বিল প্রদানের জন্য ব্যাংকের বুথ স্থাপন করায় স্বস্তি প্রকাশ করেন।


 

বিনামূল্যে ‘শিক্ষাগুরু চক্ষু শিবির’


শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে শিক্ষাগুরু চক্ষু শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রায় পাচ শত রোগিকে বিনামূল্যে চশমা, ঔষধ, চিকিৎসা এবং অর্ধশত রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়।

আজ ১৪ মে বুধবার সেইভ শ্রীমঙ্গলের উদ্যোগে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরীক্ষা। বিনামূল্যে চক্ষু পরীক্ষা এছাড়াও ঔষধ, চশমা ও অপারেশনের রোগীদের মৌলভীবাজার চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

শ্রীমঙ্গলে আর্ত মানবতার সেবায় নিয়োজিত শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্ট(সেইভ) এর আয়োজনে, কানাডা ও ইংল্যান্ড প্রবাসী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়ানসদের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সেইভ শ্রীমঙ্গলের সভাপতি মোঃ মনসুর ইকবালের পরিচালনায় এবং লেখক ও শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ অত্র এলাকার প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ আব্দুন নুর(বড় হুজুর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস নিজামী, প্রাক্তন শিক্ষক বেনুধর ভট্টাচার্য। এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্ররা উপস্থিত ছিল।


 

ভোক্তা অধিকার সমিতি’র(সিএবি) কমিটি গঠন


ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(কাব) এর নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল ৫ টায় শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবালকে সভাপতি এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে দুই বছর মেয়াদী (২০২৫-২০২৬) কার্যকরি কমিটির নাম ঘোষণা করেছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী।

শ্রীমঙ্গল উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে মোঃ কাওছার ইকবাল, সহ-সভাপতি পদে যথাক্রমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সুশান্ত দাশ গুপ্ত, আইনজীবি এডভোকেট মিজানুর রহমান, সমাজকর্মী জিডিশন প্রধান সুছিয়াং করডর, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির(মো. এহসানুল হক), কোষাধ্যক্ষ পদে ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট পংকজ সরকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আমজাদ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আল আমিন, কার্যকরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মর্কতা আব্দুর রউফ তালুকদার, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগি অধ্যাপক সুদর্শন শীল, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, বর্মাছড়া টি গার্টেন সরকারি উচ্চবিদালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির আলী, শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, ব্যবসায়ী আশরাফ আহমদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, ডা. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক আবু ফুয়াদ রিকু এবং সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন।

সভায় সভাপত্বি করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রাফি আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাংবাদিক কাওছার ইকবাল।

প্রসঙ্গত, ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭৮ সালে  কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যাত্রা শুরু করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT