1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বৃটেন - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বৃটেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪১ পড়া হয়েছে

আজ থেকে দু’বছর আগে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের আমলে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা থেকে কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। সে সময় মন্ত্রী মেনন এনিয়ে বহু আলাপ-আলোচনা করেছিলেন এবং এক পর্যায়ে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও দেয়া হয়েছিল তাকে। তারই পথ ধরে দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনের ওপর আরোপ করা সেই নিষেধাজ্ঞা এবার প্রত্যাহার করলো যুক্তরাজ্য। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক এই ঘোষণা দেন। ইত্তেফাক আজ এ খবর প্রকাশ করেছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এ সময় কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি নথি মন্ত্রীর হাতে তুলে দেন ব্রিটিশ হাই কমিশনার। উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT