মৌলভীবাজার, ১০ আগষ্ট ২০২১ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজনগর উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর আব্দুল্লাহপুরস্থ গিরীন্দ্রের চড়ায় অভিযান চালান রাজনগরের সহকারী কমিশনার(ভূমি) উর্মি রায়। জানা যায়, ওই এলাকাসহ ফতেপুরের ভাটি এলাকায় দীর্ঘ দিন যাবৎ অবৈধ পথে বালু উত্তলোন করে কোটি কোটি টাকা আয় করেছে একটি চক্র। এমন সংবাদ পেয়ে সহকারি কমিশনার ওই এলাকায় অভিযান চালালে তাৎক্ষনিক বালু খেকো লিটন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার সন্ধ্যায় সহকারি কমিশনার এ প্রতিবেদককে বলেন, সরেজমিনে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালাই। এসময় লিটন মিয়া নামের এক ব্যক্তি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। তাৎক্ষনিক তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। |