সৈয়দ ফুয়াদ হোসেন, রাজনগর।। রাজনগরে কৃষকের পাতানো ফাঁদে এক মেছো বাঘ ধরা পড়েছে। রাজনগর উপজেলার পাচঁগাও ইউনিয়নের পেটুগাঁও এর আছগর মিয়ার বাড়িতে এ মেছো বাঘটি আটক করা হয়। বাঘ আটককারী আছগর মিয়া জানান দীর্ঘ দিন ধরে মেছো বাঘটি এলাকায় হাঁস মোরগ ধরে খেয়ে আসছে। এলাকার মোরগ হাঁস রক্ষার জন্য তিনি পাশের গ্রাম থেকে লোহার খাঁচা সংগ্রহ করেন। শুরু করেন প্রত্যেক দিন বাড়ির পাশে খাঁচার ভিতর মোরগদিয়ে ফাঁদ পাতানো। গত সোমবার রাতেও বাড়ির দক্ষিণ পাশের চারা জমিতে অনুরুপ ফাঁদ পাতান। রাত ৮ টার দিকে বড় আকারের মেছো বাঘটি ফাঁদে ধরা পড়ে।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ এলাকায় উপস্থিত হয়ে মেছো বাঘটিকে হেফাজতে রাখে। বিষয়টি বন্য প্রাণি ব্যবস্থাপনা ও সংরক্ষণ কর্তৃপক্ষকে জানালে তারা রাত ১১টার দিকে এসে প্রাণীটিকে লাউয়া ছড়া জাতীয় উদ্যানে অবমুক্তির জন্য নিয়ে জান।