টেকসই কৃষির অগ্রযাত্রায়
কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন
টেকসই কৃষির অগ্রযাত্রায় মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নৈনারপার এলাকায় এগ্রোস্যাল লিমিটেডে এর আয়োজনে দু’শতাধিক কৃষকের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও কৃষিবিদ ওয়ারেস হোসেন রকির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ, ন্যাশনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মহসিন ইমাম, এসিস্ট্যান্ট ম্যানেজার কৃষিবিদ সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ওয়ারেস আলী, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, কৃষক আব্দুল মতিন, শিক্ষক ভূবন মোহন সিংহ।
অনুষ্ঠান শেষে উর্মিতরু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে পাচঁশত ভেষজ, বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়।
এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় চলতি বছর সারা দেশে ৫০ হাজার গাছের চারা বিতরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া স্বল্পমূল্যে কৃষকদের মাঝে এগ্রোস্যালের মালচিং ফিল্ম বিক্রয়ের পাশাপাশি ব্যবহৃত মালচিং ফিল্ম কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ক্রয় করে রিসাইক্লিং করা হবে।