বিগত ২ বছর যাবৎ কেমডেন কাউন্সিলের অন্ততঃ ১২টি গাড়ী ‘মিনিষ্ট্রি অব টেস্ট’ এর (MOT) সনদ ছাড়াই রাস্তায় চলাচল করছে। একজন ট্রেন্সপর্ট ইউনিয়ন প্রতিনিধি এ বিষয়টিকে বিপত্তিমূলক সর্বনাশা এক অযোগ্যতা বলে অভিহিত করেছেন। খবরটি প্রকাশ করেছে কেমডেনের প্রভাবশালী সংবাদপত্র ‘হাম এন্ড হাই’।
‘হাম এন্ড হাই’ লিখেছে, এ বছরের গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৩টি বাস গাড়ীকে রাস্তায় চলতে পাওয়া যায় যাদের আইনানুগ চলাচলের কোন কাগজাত সাথে ছিল না। উদ্বেগজনক হলেও সত্য যে এদের একটি বাসগাড়ী স্কুল ছাত্র-ছাত্রীদের বহনকারী ছিল। এ বিষয়ে কেমডেন কাউন্সিলের যানবাহন প্রধানকে এক ইমেইলে বিষয়টি অবহিত করেন জিএমবি ইউনিয়নের একজন প্রতিনিধি।