লন্ডন: সোমবার, ১৫ই ফাল্গুন ১৪২৩।। “কেমডেন ট্রেনিং এন্ড ডেভেলাপমেন্ট সার্ভিস” কেমডেনে বসবাসকারীদের জন্য নিখরচায় একটি প্রশিক্ষন কেন্দ্র। সারা বছর তারা কোন কিছু শিখতে ইচ্ছুক জনগোষ্ঠীকে প্রশিক্ষন দিয়ে থাকেন। বছরের সব সময়ই তারা কোন না বিষয়ে সপ্তাহব্যাপী, মাসব্যাপী কিংবা তারও বেশী সময় নিয়ে প্রশিক্ষন দিয়ে থাকেন। চলতি মার্চ মাসের শেষের দিকে বেশ কিছু আকর্ষনীয় বিষয় নিয়ে তারা প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। অবশ্য এই আয়োজন তাদের চলমান কর্ম প্রক্রিয়ারই একটি অংশ। চলতি মার্চের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে ‘নেতৃত্ব ও ব্যবস্থাপনা’, ‘ব্যক্তিগত দক্ষতা’, ‘কেমডেনের বিভিন্ন সম্প্রদায়ের সাথে কাজ করা বিষয়ে’, ‘কেমডেনের শিশুদের নিয়ে কাজ করা বিষয়ক’ এবং ‘কেমডেনের উপযুক্ত বয়স্কদের নিয়ে কাজ করা বিষয়ে’প্রশিক্ষন। উপরে ও নিচে দেখে নিন তাদের আয়েজনের ফিরিস্তি।