আগামী জুলাই মাসেই করোণা সনাক্তের সংখ্যা লাখের কোটায় পৌঁছতে পারে বলে বৃটেনের ডাক্তার বিজ্ঞানীরা এক ধরণের হুশিয়ারী উচ্চারণ করেছেন। বিবিসি সহ দেশের বহু সংবাদপত্রই এ খবর প্রকাশ করেছে। এরই মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তির হার বেড়ে যাওয়ায় প্রধান মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেছেন আগামী ২১জুন কোভিডের নিষেধাজ্ঞা তুলে নেয়া নিয়ে তিনি খুব আশাবাদী নন বরং চিন্তিত। ফলে কোভিড নিয়ে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলেই অনেকেই ধারণা করছেন। বৃটিশ চিকিৎসা সমিতির প্রধান ড. চাঁদ নাগপাল বলেছেন, হাসপাতালে ভর্তি বাড়ছে বিষয়টি শুধু তা নয়। কোভিডের কারণে তরুণ প্রজন্মও ঝুঁকিতে রয়েছে। |