মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোভিড-১৯ প্রতিরোধ ঝুকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১টায় এমসিডা’র হলরুমে শ্রীমঙ্গলে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশনের(এমসিডা)-এর উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্ট, ইউনিসেফ ও এডাবের আর্থিক সহযোগিতায় এ অ্যাডভোকেসি মিটিং অনু্ষ্িঠত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।
এমসিডা’র প্রধান নির্বাহী মো. তহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ ও এডাবের জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার ইদ্রিস আলী, গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী মো: জাহির হোসেন ও গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আ: হাকিম, চা আদিবাসি নেতা পরিমল সিং বাড়াইক, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম ও স্বাস্থ্যকর্মী রুমি আক্তার।
সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইয়থ লিডার, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।