লোডশেডিং আর লবণ সংকটের কারণে কোরবানী পশুর চামড়া ফেলতে হলো নদীতে আর এমন আদেখা ঘটনাটি ঘটেছে জেলা শহর মৌলভীবাজারে। একটি অনলাইন বিস্তারিতভাবে এ নিয়ে খবর প্রকাশ করেছে।
খবর নিয়ে জানা যায়, জেলা শহরে কোরবানি পশুর কয়েক হাজার চামড়া নদীতে ফেলে দেওয়া হয়েছে। চামড়া ব্যবসায়ীগন অভিযোগ করে বলেছেন, লোডশেডিং আর লবণ সংকটের কারণেই এমনটা হয়েছে।
সোমবার, ১১ জুলাই সকালে নদীতে চামড়া ফেলে দেয়ার ঘটনায় গিয়ে দেখা যায়, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি গ্রামের চামড়া ব্যবসায়ীরা ঠেলাগাড়ি বোঝাই করে এনে হাজার হাজার চামড়া মনু নদীতে ফেলে দিচ্ছেন।
ঘটনাস্থলে একজন সাংবাদিকের সাথে আলাপ হলে বালিকান্দি গ্রামের চামড়া ব্যবসায়ী মজবিল মিয়া উক্ত সাংবাদিককে বলেন, রাতে বিদ্যুৎ না থাকায় চামড়ার প্রাথমিক প্রক্রিয়াজাতের কাজ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই জেনে শুনে এমন বিপুল ক্ষতির পথে হাটতে হয়েছে।
|