জয়শঙ্করের নিরাপত্ত্বা বহরের সামনে
ভারতের পতাকা ছিঁড়ে
বিক্ষোভ দেখালো খালিস্তান পন্থীরা
ব্রিটেন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। তবে ভয় দেখানো, হুমকি দেওয়া বা সরকারি কোনও অনুষ্ঠানকে বিঘ্নিত করার চেষ্টা কোনও ভাবেই সহ্য করা হবে না। ব্রিটেনের বিদেশ, কমনওয়েল্থ এবং উন্নয়ন দফতর (এফসিডিও)-এর একজন মুখপাত্র এ কথাগুলো বলেছেন। আর এ মন্তব্য সহ খবরটি প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা।
ঘটনাটি ঘটেছে গত ৫মার্চ’২৫, বুধবার রাতে। বৃটিশ পুলিশের নিরাপত্তা বলয় ভেঙ্গে বৃটেনে বসবাসকারী ভারতের খালিস্তান পন্থিরা জয়শঙ্করের গাড়ীর সামনে গিয়ে এ বিক্ষোভ দেখায়। বিদেশমন্ত্রীর নিরাপত্ত্বা বহরের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং স্লোগান দেয় খালিস্তানপন্থীরা। অবশ্য বৃটিশ পুলিশ ঘটনার সাথে সাথেই পদক্ষেপ গ্রহন করে এবং ব্রিটেনের বিদেশ দফতর থেকে নিন্দা করে কড়া বার্তা দেওয়া হয়।
![]() |
বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। ওই সময়ে চ্যাথাম হাউসের কাছেই রাস্তার উপরে খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন।
সংবাদ সংস্থা এএনআই এর উদৃতি দিয়ে আনন্দবাজার লিখেছে- ‘পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তাঁর গাড়ির সামনে পৌঁছে যান। এর পর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েক জন খলিস্তানপন্থী বিদেশমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। ঘটনার তাৎক্ষণিকতা কাটিয়ে উঠতেই কিছু ক্ষণের মধ্যে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।’