চেহারায় আর কথায় খুব একটা মিল খায়না। বেশ আগে এই চেহারার মেয়েটির কিছু কথা তার মা টুইটারে লিখেছিল বলে আমার খেয়াল হয়। সে ছিল সিরিয়ার ঘটনা। এই চেহারার মেয়েটির মা টুইটারে তাদের বাঁচাবার আহ্বান জানিয়েছিল। লিখেছিল তাদের বাড়ীঘর সব রাশিয়ার বোমার আঘাতে ধুলিস্মাৎ হয়েগেছে। কখন যে কি হয় বলা মুষ্কিল। আমার কাছে মনে হয় এই সেই মেয়ে। এবার তার প্রশ্ন ট্রাম্পকে। আমার বিবেচনায় তার মায়ের এ প্রশ্ন শিশু মেয়ের মুখ দিয়ে বলানো হচ্ছে।
তার প্রশ্ন- খালি পেটে একটা দিনও কাটিয়েছেন? ট্রাম্পকে প্রশ্ন করেছে এই শিশুটি।
সাত বছরের একটা মেয়ে।
ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তার দু’লাইনের একটা ছোট্ট ভিডিও বার্তা।
টুইটারে এসেই সে বার্তা সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে।
কিন্তু কেনো এ চেষ্টা? ওই মা কথাগুলো নিজে বললেই কি হতো? তা’হলে এভাবে কচি শিশু দিয়ে বলাবার উদ্দেশ্য কি? বুঝা মুষ্কিল! দুনিয়ার সবকিছু এতই জঠিল হয়ে আসছে যে অনেক ভাল কিছুকেও মানুষ সন্দেহ করতে শুরু করেছে। তার পরিণতি কি আমরা কি ঘুণাক্ষরেও ভেবে দেখার চেষ্টা করি?