1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খাসিয়া সম্প্রদায়ের ‘সেং কুটস্নেম’ ও রামেশ্বরপুর সড়ক সংস্কার - মুক্তকথা
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

খাসিয়া সম্প্রদায়ের ‘সেং কুটস্নেম’ ও রামেশ্বরপুর সড়ক সংস্কার

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

নাচে-গানে খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান
‘সেং কুটস্নেম’ উদযাপন


নাচ গানসহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়া (খাসি) সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জি মাঠে এ উৎসবের আয়োজন করে খাসি সোশ্যাল কাউন্সিল। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার খাসিয়া জনগোষ্ঠীর তরুণ-তরুণীসহ খাসি সম্প্রদায়ের লোকজন অংশ নেন। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী এবার ১২৬তম বর্ষকে বিদায় ও ১২৭তম বর্ষকে বরণ করে নিল খাসিয়া জনগোষ্ঠী।

খাসি সোশ্যাল কাউন্সিল সুত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে ২৩ নভেম্বর কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সম্প্রদায়ের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণ অনুষ্ঠষ্ঠিত হয়। খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচেগেয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। ‘সেং কুটস্নেম’ উৎসবের দিন সবাই মিলে ঐতিহ্যবাহী খেলাধুলা, নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে পুরো মাঠ জুড়ে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের তৈরী জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। এই উৎসবে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ এসে অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন।

শনিবার দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, খাসিয়াপুঞ্জি মাঠের মাঝখানে একটি বড় বাঁশ পোতা। সেই বাঁশে দড়ি ও কাগজের টুকরা লাগিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। মাঠের চারপাশে বাঁশ, তালপাতা, খেজুর পাতা ইত্যাদি দিয়ে সাজানো ছোট ছোট দোকান।

মাঠের এক পাশে তৈলাক্ত বাঁশের খুঁটির ঠিক ওপরে রাখা হয়েছে একটি মুঠোফোন। নিচ থেকে তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন অনেকে। অনেক চেষ্টার পর একজন বাঁশ বেয়ে ওপরে উঠে ফোনটি জিতে নেন। আরেক পাশে তীরধনুক নিয়ে লক্ষ্য স্থির করে তীর ছুড়ছেন কয়েকজন তরুণ। কেউ আবার গুলতি দিয়ে সামনে রাখা লক্ষ্যে ছুড়ে মারছেন। নারীরা এসব প্রতিযোগিতায় নেই। তাঁরা ব্যস্ত পান গোছানোর প্রতিযোগিতায়। মাঠের মধ্যে রাখা পানগুলো কার থেকে কে কত কম সময়ে গোছাতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমেছেন তারা।
খাসিয়া জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের সর্বজনীন একটি উৎসব। প্রতিবছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা সমাহারে এ উৎসবের আয়োজন করা হয়। এ দিন বর্ষবিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা।
খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং বলেন, সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ এই উৎসবে এসে অংশ নেন। দেশ-বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন। খাসি সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব।


মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়ক সংস্কার


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়কে রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহান। দীর্ঘদিন পর সম্প্রতি সময়ে সংস্কার কাজ হওয়ায় দুর্ভোগের লাঘব হচ্ছে হাজারো মানুষের।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ রামেশ্বরপুর বাজার মসজিদের পাশ থেকে মুন্সিবাজার পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করছে শ্রীমঙ্গলের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই কাজ হাতে নেয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের রূপসপুর, বনবিষ্ণুপুর, রামেস্বরপুর, সোনারগাঁও, ল²ীপুর, রশিদপুর, বলরামপুর, গোবিন্দপুর, হরিশ্মরণ, দূর্গাপুর গ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের জনসাধারণ এই সড়ক ব্যবহার করে আসছেন। রাস্তাটি ভেঙ্গে পড়ায় এলাকার অসুস্থ লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

এই সড়কে যাতায়াতকারী এড. রিপন আহমদ, শিক্ষক সালাহউদ্দীন আহমদ, ইউনুছ আলী, ডা: রিপন দেবনাথ, অনন্ত মালাকার বলেন, সড়কটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সংস্কার কাজ হওয়ায় এই দুর্ভোগের লাঘব হচ্ছে। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে আমাদের আর দুর্ভোগ পোহাতে হবে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রুমা রানী সেন জানান, সিডিউল মোতাবেক সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। আশা করি আগামী ১০/১৫ দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম বলেন, রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT